আজ শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি):
নওগাঁর পত্নীতলা উপজেলার শ্যামপুরে প্রগ্রেস বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার (১৯,২০ফেব্রুয়ারি) দুইদিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
প্রগেস বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: আব্দুল্লাহ আল মামুন- প্রধান শিক্ষক, নাথুরহাট ফুলবাগ বালিকা উচ্চ বিদ্যালয়, পত্নীতলা নওগাঁ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং নির্মইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মো: আনারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আনারুল ইসলাম এমন উদ্যোগকে সাধুবাদ জানান। সকল স্কুল, কলেজে এ ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার আহ্বানও জানান তিনি। পুরষ্কার বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নির্মইল ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মো: আতাউর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: ফিরোজ কবির, ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব মো: আতিকুর রহমান (আতিক), প্রগ্রেস বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা জনাব মো: আবুল হোসেন প্রমুখ। এছাড়াও এলাকার সাধারণ মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।