আজ শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন

Logo
News Headline :
২৫ কুড়িগ্রাম-১ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম  পিরোজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুটি ঘর পুড়ে ছাই, ১৫ লক্ষ টাকার ক্ষতি ভূরুঙ্গামারীতে সেতুর পাটাতন ভেঙে আটকে গেছে ট্রাক, যান চলাচল বন্ধ মাতৃভাষা দিবসের ছুটিতে লক্ষাধিক পর্যটকের ভিরে কুয়াকাটা। নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি নাহিদ, সম্পাদক রিজভী নির্বাচিত খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন : জয়নুল আবেদীন ভাষার জন্য রক্ত দেওয়ার অহংকার আলফাডাঙ্গায় ফ্রি ব্লাড গ্রুপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন “লংগদুতে জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “ বোয়ালমারীতে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত
পিরোজপুরে বিএনপি অফিসে আগুন 

পিরোজপুরে বিএনপি অফিসে আগুন 

পিরোজপুর জেলা প্রতিনিধি:

পিরোজপুর নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সমুদয়কাঠী ইউনিয়ন বিএনপির অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সেহাঙ্গল বটতলা বাজারে ইউনিয়ন বিএনপির অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বাজারের চা বিক্রেতা মো. মাহাবুব হোসেন তালুকদার প্রতিদিনের মতো দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময়ে বিকট শব্দ শুনে তিনি দোকান থেকে বের হলে দেখতে পান বিএনপি কার্যালয়ের ভেতরে আগুন জ্বলছে। তাৎক্ষণিক চিৎকার দিলে আশপাশে থাকা লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে কার্যালয়ের ভেতরে থাকা অবকাঠামোর একাংশ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী মো. অলিউল ইসলাম মিলন বলেন, ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে কিছুদিন ধরে কিছু অপরিচিত লোকজন ঘোরাফেরা করছিলেন। তাছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বেপারীর নির্দেশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। কারণ ৫ আগস্টের পর থেকে তার বাড়িতে একাধিকবার গোপনে মিটিং হয়েছে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন বলেন, আমি জরুরি প্রয়োজনে এলাকার বাইরে আছি। বিষয়টি শুনে সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করি।  পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।

সমুদয়কাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বেপারী জানান, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল আমাকে জড়িয়ে কথা বলছেন। এ বিষয়ে আমি কিছুই জানি না।

নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল-বেরুনী সৈকত বলেন, বিএনপির ইউনিয়ন অফিস কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়া কেউ আগুন দেয়নি। এটা পূর্ব পরিকল্পিতভাবেই ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com