আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
সাগর হোসাইন, বদলগাছী, প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে বিএনপি’র সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় বিলাশবাড়ী ইউনিয়নে বিএনপির আয়োজনে পারসোমবাড়ী বাজারে বেগুনজোয়ার হাইস্কুল মাঠে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক রেজা হাসান রতনের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান, পাহাড়পুর ইউপির সাবেক ছাত্রনেতা চয়েন উদ্দিন করিম,বিএনপি নেতা শফিকুল ইসলাম, বদলগাছী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাজু হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির ১নং সদস্য আসাদুজ্জামান ভুট্টু, সদস্য আরাফাত হোসেন রাব্বি, বদলগাছী সরকারি কলেজের সদস্য সচিব আহসানুল হক মোস্তাকিম, কোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
এ ছাড়াও সমাবেশে অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন বিলাশবাড়ী ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা রাজু, কোলা ইউপির বিএনপি নেতা নাসির উদ্দিন, কোলা ইউনিয়ন বিএনপি নেতা মঞ্জুরুল হক পিন্টু ,পাহাড়পুর ইউপির সাবেক বিএনপি নেতা আসলাম হোসেন, মিঠাপুর ইউনিয়নের সাবেক যুবদল নেতা মিঠু হোসেন, আধাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল,
বদলগাছী উপজেলার বিএনপি’র ও বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপি পরিবার ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চলনা করেন বিলাশবাড়ী ইউনিয়ন ছাত্রদল নেতা অনিক মারুফ রনি ।