আজ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

Logo
News Headline :
পত্নীতলায় একটি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে  কুলিয়ারচরে বীর কাশিমনগর ফেদউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পিরোজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় এক হাজার পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঐতিহাসিক চরমোনাই মাহফিল শুরু সময়ক্ষেপন না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে -অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার  বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ডেকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠিত পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত  পিরোজপুরে বিএনপি অফিসে আগুন  কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুবিতে প্রতিবাদ মিছিল
পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে ভোগান্তি

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে ভোগান্তি

Oplus_131072

পবিপ্রবি প্রতিনিধিঃ 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের শিক্ষার্থীদের প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে উপবৃত্তি প্রদান করা হয়। যা অনুষদের হল প্রসাশন কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে। কিন্তু এ বছর উপবৃত্তির টাকা পেতে তৈরি হয়েছে নানা ধরনের জটিলতা। 

জানা গেছে মূল ক্যাম্পাসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলে বিলম্ব হওয়ায় এখনো উপবৃত্তির টাকা পাননি শিক্ষার্থীরা। এ ক্ষেত্রে প্রশাসনের অবহেলার কারণে শিক্ষার্থীদের মনে মিশ্র ক্ষোভ জন্ম নিয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের এ্যানিমেল হাজবেন্ড্রি ১২ তম ব্যাচের এক শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন,”আমরা অনেকেই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া উপবৃত্তি আমাদের অনেক সাহায্য করে। উপবৃত্তির টাকা গত ডিসেম্বর মাসে দেওয়ার কথা থাকলেও তা এখনো দেওয়া হয় নি। যথা সময় টাকা দেওয়া হলে আমাদের খুব উপকার হতো।”

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ডিভিএম ২২ তম ব্যাচের এক শিক্ষার্থী মুমতাহেনা জেনিন বলেন,”উপবৃত্তির টাকার পরিমাণ কম হলেও আর্থিক অসচ্ছল অনেকেই এই টাকার উপরে নির্ভর করে অনেক পরিকল্পনা নিয়ে রাখেন। আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এই জটিলতার সমাধান করুক।”

এ বিষয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক মোসাম্মৎ কুলসুম বেগম জানান, ” স্টুডেন্টদের কিছু একাউন্টে সমস্যা দেখা দেওয়ায় আমরা সেই সকল একাউন্ট সংশোধনের জন্য কাজ করছি। তাই এখনো হল অফিস থেকে মূল ক্যাম্পাসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়নি। কবে নাগাদ এটি দাখিল করা হবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে খুব দ্রুতই সাবমিট করা হবে। আশা করি শিক্ষার্থীরা তাদের উপবৃত্তির টাকা খুব দ্রুতই পেয়ে যাবেন।”

অন্যদিকে, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট অধ্যাপক সাইদুর রহমান বলেন, “আমাদের ফাইল মূল ক্যাম্পাসে পাঠানো হয়েছে এবং কাজ চলমান রয়েছে। অনুমান করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে ফাইল অনুমোদন পেতে পারে। যেহেতু এখন এটি মূল ক্যাম্পাসে রয়েছে, তাই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। আমি ইতোমধ্যে আমার স্টাফদের খোঁজ নিতে পাঠিয়েছি এবং আগামী রবিবার আবারও খোঁজ নেবো। খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়ার চেষ্টা করবো।”

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com