আজ রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

Logo
News Headline :
বনিক সমিতির ক‌মি‌টি গঠনে অনিয়মের  প্রতিবাদে ব‌্যবস‌ায়ী‌দের মানববন্ধন পিরোজপুরে ভূয়া পুলিশ আটক  ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫ কুড়িগ্রাম-১ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম  পিরোজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুটি ঘর পুড়ে ছাই, ১৫ লক্ষ টাকার ক্ষতি ভূরুঙ্গামারীতে সেতুর পাটাতন ভেঙে আটকে গেছে ট্রাক, যান চলাচল বন্ধ মাতৃভাষা দিবসের ছুটিতে লক্ষাধিক পর্যটকের ভিরে কুয়াকাটা। নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি নাহিদ, সম্পাদক রিজভী নির্বাচিত খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন : জয়নুল আবেদীন ভাষার জন্য রক্ত দেওয়ার অহংকার
আঘাতের আগে প্রতিপক্ষকে দৌড়ের উপর রেখে উত্তেজিত করছেন হাসিনা: রনি

আঘাতের আগে প্রতিপক্ষকে দৌড়ের উপর রেখে উত্তেজিত করছেন হাসিনা: রনি

নিজস্ব প্রতিবেদক :–

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বলেছেন, শেখ হাসিনা মোহাম্মদ আলী ক্লের মত খেলছেন। আঘাতের আগে প্রতিপক্ষকে দৌড়ের উপর রেখে উত্তেজিত করছেন। মোহাম্মদ আলী ক্লে যেমন বক্সিং রিংয়ে প্রতিপক্ষতে অস্থির করে ফেলতেন, হাসিনা তেমনি ভারত থেকে বিভিন্ন বক্তব্য দিয়ে তাই করেছেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা কোনোদিন কল্পনা করতে পারেনি তার পতন হতে পারে। সেই অনুযায়ী সে তার নিজের সংসার গণভবনে সাজিয়েছিলেন। তার আত্মীয়স্বজনরা জানতেন শেখ হাসিনা না থাকলে তাদের কি হবে। তাই তারা এক হাজার বছর আয়ু কামনা করতে শেখ হাসিনার। এই কথা শুনে হেসে দিতেন শেখ হাসিনা। তাকে এমনভাবে সবকিছু পরিকল্পনা করে দেখানো হতো যা একটি স্বপ্নের মতো। কিন্ত হঠাৎই সেই স্বপ্নভঙ্গ হয় ২০২৪ এর আগস্টে। 

রনি বলেন, তিনি রাজকুমারীর মত উড়ে গেলেন ভারতে। তথ্য যদি সঠিক হয় তিনি অঢেল সম্পত্তির উপরে আরাম আয়েশে আছেন। আর ভারত থেকে আবার ক্ষমতায় বসার কথা বলছেন। ৮১ সাল থেকে বাংলাদেশের রাজনীতিতে তিনি খেলছেন। এরশাদের সাথে খেলেছেন,  আবার তাকে পকেটে ঢুকিয়েছেন। রাজনীতিতে তার বাবার সাথে যারা ছিলো, তাদের প্রত্যককে সে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন। তার বিরোধীরা যারা প্রতিপক্ষ ছিলো তারা বুঝে প্রতিহিংসা কী ছিলো।  

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com