আজ রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

Logo
News Headline :
বনিক সমিতির ক‌মি‌টি গঠনে অনিয়মের  প্রতিবাদে ব‌্যবস‌ায়ী‌দের মানববন্ধন পিরোজপুরে ভূয়া পুলিশ আটক  ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫ কুড়িগ্রাম-১ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম  পিরোজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুটি ঘর পুড়ে ছাই, ১৫ লক্ষ টাকার ক্ষতি ভূরুঙ্গামারীতে সেতুর পাটাতন ভেঙে আটকে গেছে ট্রাক, যান চলাচল বন্ধ মাতৃভাষা দিবসের ছুটিতে লক্ষাধিক পর্যটকের ভিরে কুয়াকাটা। নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি নাহিদ, সম্পাদক রিজভী নির্বাচিত খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন : জয়নুল আবেদীন ভাষার জন্য রক্ত দেওয়ার অহংকার
অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩-৪টি মামলার রায় পাওয়ার আশা আইন উপদেষ্টার

অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩-৪টি মামলার রায় পাওয়ার আশা আইন উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক :–

জুলাই হত্যাকাণ্ডের তিন-চারটি মামলার রায় চলতি বছরের অক্টোবরের মধ্যেই পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার বিকালে সচিবালয়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গায়েবি মামলা প্রত্যাহার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

আইন উপদেষ্টা বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচারকাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে। চলতি মাসে চারটি মামলা তদন্তকাজ শেষ হবে। এরপর যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে। তবে এই আনুষ্ঠানিক বিচারকাজ শুরু করতে তিন সপ্তাহ সময় লাগবে। আইন অনুযায়ী এই তিন সপ্তাহ সময় ডিফেন্স টিমকে দিতে হয় তাদের প্রস্তুতির জন্য। এরপর ঈদের পর এপ্রিল মাসে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে।

তিনি বলেন, যেহেতু এই আদালতে সাক্ষ্যগ্রহণ ঘনঘন হয়। তাই আশা করছি, আগামী অক্টোবরের মধ্যে তিন-চারটি মামলার রায় হয়ে যাবে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, শীর্ষস্থানীয় পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা আসামি রয়েছেন।

আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এই আদালতে জুলাই গণহত্যাকাণ্ডের তিন শতাধিক অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রসিকিউশন অফিস ১৬টি অভিযোগ মামলা হিসেবে দায়ের করেছে।

সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে জানিয়ে আসিফ নজরুল বলেন, সাইবার নিরাপত্তা আইনে করা ৩৯৬টির মধ্যে ৩৩২টি মামলা এরইমধ্যে প্রত্যাহার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে সব মামলা প্রত্যাহার করা হবে।

তিনি জানান, ১৬ হাজার ৪৩৯টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এরমধ্যে ১ হাজার ২১৪টি মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এরমধ্যে ৫৩টি মামলা প্রত্যাহারের গেজেট আজকালের মধ্যে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com