আজ রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :–
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ক্রিকেটাররা রাজসিক সংবর্ধনা পেয়েছেন বরিশালে। সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দুটি বিপিএল শিরোপা নিয়ে তাদের শহরে ফিরেছেন তামিম-মুশফিকরা।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড বিমানে বরিশালে পৌঁছান তারা। বরিশাল বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই হাজারো সমর্থক উল্লাসে মেতে ওঠেন।
এ সফরে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তসহ সিনিয়র খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এ সময় দলের সঙ্গে কোচিং স্টাফ এবং সকল দেশি ক্রিকেটারকেই দেখা গিয়েছে।
বিমানবন্দর থেকে ফরচুন বরিশালের টিম বাসে করে ক্রিকেটাররা শহরের বিভিন্ন স্থানে যান। প্রথমে তারা মধ্যাহ্নভোজ করেন, এরপর বেলস পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে ভক্তরা তাদের কাছে থেকে দেখার ও ছবি তোলার সুযোগ পান।
বরিশালে একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
বরিশালের এ বিজয় উদ্যাপন শেষে মুশফিক-শান্তরা চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বেন। চলতি সপ্তাহেই তারা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়বেন।
বিপিএলের ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হয় বরিশাল। তামিমের নেতৃত্বে গত বছরও চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল।