আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

Logo
News Headline :
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ আসছে, জানালেন অমি হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত যুবদল নেতা পিন্টু  আগৈলঝাড়ায় ঘরে একা পেয়ে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণ বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা সংসদের নেতৃত্বে শহিদুল-ইনামুল পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার ববি অধ্যাপককে আওয়ামী দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতি- শিক্ষার্থীদের বিক্ষোভ  খুলনা শহরের পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হলো খুবি ভর্তি পরীক্ষা ববিতে ঈদের ছুটি শেষে হল চালু হলেও চালু হয়নি হলের ক্যান্টিন, ভোগান্তিতে শিক্ষার্থীরা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পিরোজপুর পৌর কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষার কেন্দ্রে বই-মোবাইল, ৯ শিক্ষক বহিষ্কার
পারল না রংপুর, কোয়ালিফায়ারে খুলনা

পারল না রংপুর, কোয়ালিফায়ারে খুলনা

খেলা ডেস্ক :-

বিপিএলে এলিমিনেটরের বাঁচা-মরার ম্যাচে রংপুর রাইডার্সকে বড় ব্যবধানে হারিয়ে কোয়ালিফায়ারে নাম লেখাল খুলনা টাইগার্স।

সোমবার মিরপুরে রংপুরের দেয়া সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ ইউকেট ও ৫৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মেহেদী হাসান মিরাজের দল।

৮৬ রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না খুলনার। ওপেনিংয়ে নেমে ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমের পথ ধরেন মিরাজ। অধিনায়ক ডাক মারলেও আলেক্স রসকে সঙ্গে নিয়ে খুলনাকে জয় এনে দিয়েছেন আরেক ওপেনার নাঈম শেখ। 

বাঁহাতি ওপেনারের ৪৮ রানের বিপরীতে ২৯ রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ান ব্যাটার রস। নাঈম তার ইনিংসটি সাজিয়েছেন ৩ চার ও ৪ ছক্কায়। অন্যদিকে ৪টি চার মেরেছেন রস।

এর আগে টজ জিতে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়ে বসে রংপুর। ইনিংসের দ্বিতীয় বলেই জেমস ভিন্সের সঙ্গে ভুল বোঝাবুঝিতে কোনো বল না খেলেই রানআউট হয়ে সাজঘরের পথ ধরেন সৌম্য সরকার।

আরেক ওপেনার ভিন্সও বেশিক্ষণ টিকতে পারেননি। নাসুম আহমেদের বলে তাকেই ক্যাচ দিয়ে ফেরেন ৭ বলে ১ রান করে।

নাসুমের পরের শিকার মেহেদি হাসান। মেহেদিকে বোল্ড করে নিজের দ্বিতীয় শিকার করেন এই স্পিনার। সাঈফ হাসানকে নেওয়াজের হাতে ক্যাচ বানিয়ে নিজের প্রথম উইকেট নেন মিরাজ। সাইফুদ্দিনকে বোল্ড করেন হাসান মাহমুদ। 

এক পর্যায়ে ১৫ রানে যখন ৫ উইকেট পড়ে গেলে টিম ডেভিডকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন নুরুল হাসান সোহান। কিন্তু মাত্র ৭ রান করেই ফিরেন ডেভিড।

ঠিকতে পারেননি আন্দ্রে রাসেলও। মাত্র ৪ রান করে নেওয়াজের বলে বোল্ড হয়েছেন ক্যারিবিয় এই ক্রিকেটার। এরপর একে একে ফিরেছেন রাকিবুল হাসান ও নুরুল হাসান সোহানরা। দলটির হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন আকিফ জাভেদ। সোহান করেন ২৩ রান। এছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে নিতে পারেননি নিজেদের রান। 

খুলনার পক্ষে ৪ ওভার বল করে মাত্র ১০ রান খরচায় ৩ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। ৩ উইকেট নিয়েছেন নাসুমও। একটি করে নিয়েছেন নেওয়াজ, হাসান ও মুশফিক।   

বড় জয়ে খুলনা দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে। ফাইনালে যেতে হলে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিপক্ষে জিততে হবে। আজ ফরচুন বরিশাল ও চিটাগাং কিংসের ম্যাচে যে দল হারবে সেই দলের বিপক্ষে আগামী ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবেন মিরাজরা।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com