আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন
খেলা ডেস্ক :—
সাউদাম্পটনের রোজবোল স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে সফরকারী অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ও ম্যাথিউ শর্ট ওপেনিং ঝড়ে বড় সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২৮ রানে হেরে যায় স্বাগতিক ইংল্যান্ড।
ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন দুই অজি ওপেনার। প্রথম ৬ ওভারে আসে ৮৬ রান। এর পর ২৩ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন ট্র্যাভিস হেড। ৮টি চার ও ৪টি ছক্কায় তার ইনিংসটি সাজান তিনি। অধিনায়ক মিচেল মার্শ মাঠে বেশিক্ষণ ঠিকতে পারেননি।
এরপর আরেকটি জুটি গড়েন ম্যাথিউ শর্ট ও জশ ইংলিশ। ১১৮ রানে আউট হন শর্ট। ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কার করেন ২৬ বলে ৪১ রান। ২৭ বলে ৩৭ রান করে আউট হন জস ইংলিশ।
বাকিরা বড় ইনিংস খেলতে না পারায় ১৯.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
জবাবে পুরো ওভার খেলতে পারেনি ইংল্যান্ডও। ১৯.২ ওভারে অলআউট হওয়ার আগে ১৫১ রান তোলে তারা।
সর্বোচ্চ ৩৭ রান আসে লিভিংস্টোনের ব্যাট থেকে। এছাড়া এই ম্যাচে অধিনায়ক ফিল সল্ট করেন ২০ রান। সিন অ্যাবট ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হলেন ট্র্যাভিস হেড।