আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার
৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত কুলাউড়া উপজেলার রাজাপুর সেতুর সংযোগ সড়কের বন্ধ থাকা কাজ ফের শুরু হচ্ছে।
এখানে উল্লেখ্য যে এই কাজ দ্রুত সম্পন্ন করার জন্য দৈনিক আমাদের দেশ প্রত্রিকার নিজস্ব সংবাদদাতা জরজমিনে অনুসন্ধান করে একটি সংবাদ করেন যাহা বহুল প্রচারি দৈনিক আমাদের দেশ প্রত্রিকায় গুরুত্বের সাথে প্রচারিত হয়
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে প্রকল্প এলাকা সরেজমিন ঘুরে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ শুরু করার নির্দেশনা দেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
এসময় তিনি শরীফপুর ইউনিয়নের ইটারঘাট এলাকায় স্থানীয় উপকারভোগীদের সাথে আলোচনা করে জমির প্রকৃত মালিকদের দ্রুত ক্ষতিপূরণের টাকা প্রদানের আশ্বাস দেন এবং ঠিকাদারী প্রতিষ্ঠানকে শুক্রবার থেকে কাজ শুরু করার নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজার জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ কায়ছার হামিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া, সাবেক ইউপি সদস্য হারুন আহমদসহ স্থানীয় উপকারভোগীরা।