আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি
সোমবার (২০ জানুয়ারি) ২০২৫, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, বরিশাল জেলার আয়োজনে: “Winter Warmth Phase 3”-এর কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হয়েছে।
মানবতার সেবায় নিবেদিত ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) বরিশাল জেলা শীতার্ত মানুষের জন্য তাদের প্রতিশ্রুতিকে আবারও বাস্তবায়িত করেছে। শীতবস্ত্র বিতরণের বৃহৎ উদ্যোগ “Winter Warmth Phase 3”-এর মাধ্যমে বরিশালের বিভিন্ন স্থানে অসংখ্য শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে তারা। প্রকল্পটি বরিশাল জেলা এবং গৌরনদী উপজেলার ভিবিডি স্বেচ্ছাসেবকদের অবিরাম প্রচেষ্টা এবং মানবিক উদ্যোগের একটি উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।
Phase 3.1: বরিশালের ৩০ গোডাউনে প্রায় ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। Phase 3.2: ভিবিডি গৌরনদী উপজেলা টিম মাত্র ১০-১৫ জন স্বেচ্ছাসেবকের প্রচেষ্টায় প্রায় অর্ধশত শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেয়। Phase 3.3: শীতের রাতের কনকনে ঠান্ডায় ভলান্টিয়াররা রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্তদের পাশে দাঁড়ায় এবং তাদের উষ্ণতা দেওয়ার চেষ্টা করে। Phase 3.4: বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় আরও ৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে এই উদ্যোগ সফলভাবে শেষ করা হয়।
ভিবিডি গৌরনদী উপজেলার স্বেচ্ছাসেবক আফফান রেজা বলেন, “আমাদের এই ছোট প্রচেষ্টা যদি সারা দেশে বাস্তবায়ন করা যায়, তবে আর কোনো শীতার্ত মানুষ কষ্টে থাকবে না। আমাদের সবার উচিত নিজের জায়গা থেকে মানবতার পাশে দাঁড়ানো।”
ভিবিডি বরিশাল জেলার প্রেসিডেন্ট সুমন রহমান বলেন, “মানবতার সেবা সবকিছুর ঊর্ধ্বে। Winter Warmth Phase 3-এ আমরা যে চেষ্টা করেছি তা বরিশালের গর্ব। আমরা ভবিষ্যতেও মানুষের পাশে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।”
ভলান্টিয়ার ফর বাংলাদেশের বরিশাল জেলা শাখা প্রমাণ করেছে যে, ছোট ছোট প্রচেষ্টা একসাথে হলে তা বিশাল পরিবর্তন আনতে পারে। “Winter Warmth” প্রকল্প শুধু শীতার্তদের শীতবস্ত্রই নয়, তাদের জন্য মানবতার উষ্ণতাও নিয়ে এসেছে। ভবিষ্যতে আরও বৃহৎ মানবিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে বরিশাল জেলা শাখা অনুপ্রেরণার গল্প লিখবে বলে প্রত্যাশা।