আজ বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

Logo
News Headline :
তারুণ্যের উৎসব উপলক্ষে পিরোজপুরে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও সুরক্ষা ক্যাম্প পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ গ্রাফিতি পুনর্বহালের দাবির কর্মসূচিতে হামলা, আহত বেড়ে ৮ কুলিয়ারচর উপজেলা মহিলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ চলছে : আইজিপি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সহ ১২৪ জনের নামে মামলা ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া-তারেক রহমানসহ সব আসামি খালাস পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে অকেজো মাল্টিমিডিয়া প্রজেক্টর, বিপাকে শিক্ষার্থীরা বোয়ালমারীতে ট্রেনে কেটে নসিমন চালকের মৃত্যু 
পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে অকেজো মাল্টিমিডিয়া প্রজেক্টর, বিপাকে শিক্ষার্থীরা

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে অকেজো মাল্টিমিডিয়া প্রজেক্টর, বিপাকে শিক্ষার্থীরা

পবিপ্রবি প্রতিনিধিঃ


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে অধিকাংশ মাল্টিমিডিয়া প্রজেক্টর দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। শিক্ষার্থীরা বারবার বিষয়টি প্রশাসনের নজরে আনলেও ছয় মাস ধরে কোনো কার্যকরী সমাধান পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের উপর নির্ভর করে ক্লাস ও প্রেজেন্টেশন সম্পন্ন করেন। তবে এসব যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ায় পাঠদান কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও বিকল্প উপায় খুঁজতে হচ্ছে, যা শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করছে।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এএনএসভিএম অনুষদের একজন শিক্ষার্থী বলেন,” দীর্ঘদিন ধরে ক্লাসরুমের প্রজেক্টর গুলো নষ্ট হয়ে পড়ে আছে। প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমাদের পড়াশোনায় যথেষ্ট ক্ষতি হচ্ছে। প্রজেক্টর না থাকাই শিক্ষকরা সুষ্ঠুভাবে পাঠদানে ব্যর্থ হচ্ছেন। আমরা দ্রুত এর সমাধান চাই”।

নাম প্রকাশে অনিচ্ছুক আরো একজন শিক্ষার্থী বলেন,” আমাদের বিভিন্ন বিষয়ভিত্তিক ছবি বা জটিল ফিগার রয়েছে, প্রজেক্টর ছাড়া সেই বিষয়গুলো বুঝতে পারা অনেক কঠিন হয়ে যায়। প্রজেক্টর না থাকাই অনেক সময় স্যাররা নিজেদের ডিপার্টমেন্টের অথবা পার্সোনাল প্রজেক্টর দিয়ে আমাদের ক্লাস নেয়। যার জন্য আমাদের এবং স্যার দের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা প্রয়োজন”।

এই প্রসঙ্গে এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. ফয়সাল কবির বলেন, ” আমাদের নিউ ও ওল্ড একাডেমিক ভবনের সকল মাল্টিমিডিয়া প্রজেক্টর নষ্ট না। যেগুলো নষ্ট আছে তার কাজ চলমান। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম কাজ করছেন। খুব দ্রুতই আমরা সকল মাল্টিমিডিয়া প্রজেক্টরের সমস্যা সমাধান করতে পারব”।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দ্রুত সমাধান আসবে। তবে শিক্ষার্থীরা জানান এই ধরনের প্রতিশ্রুতি বিগত ছয় মাসেও বাস্তবায়িত হয়নি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com