আজ বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
মুকুল বসু ,বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে সুজন মোল্যা (২২) নামের এক নসিমন চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে নসিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে সুজনের দুই পা কাটা পড়ে। মারাত্মক আহত সুজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সহস্রাইল নামক স্থানে পৌঁছলে বেলা ১১টার দিকে তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় রিফাত (২০) নামের এক রাজমিস্ত্রী আহত হয়েছে। সুজন বোয়ালমারী পৌরসভার গুনবহা গ্রামের মনজু মোল্যার ছেলে। সায়মা (৩) নামে তার একটি মেয়ে আছে। জানা যায়, সকালে বোয়ালমারী থেকে সিমেন্ট বোঝাই দিয়ে নসিমনে পার্শ্ববর্তী তেলজুড়ি গ্রামে যাওয়ার পথে চতুল মুন্সীবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সাথে নসিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে দ্রুতগামী যানের নিচে চাপা পড়ে চাম্পা (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামের কামারপাড়া ব্রিজের নিকট এ ঘটনা ঘটেছে। নিহত চাম্পা একই ইউনিয়নের সুতালিয়া গ্রামের বাসিন্দা এবং মনু কাজীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, তারা রাত আটটার দিকে ভারী যানের চাকায় পিষ্ট এক মহিলার লাশ সড়কে দেখতে পায়। চাকায় পিষ্ট হওয়ায় ওই মহিলার লাশ সম্পূর্ণ বিকৃত হয়ে যায়। পরে পরনের শাড়ি দেখে লাশ শনাক্ত করেন নিহতের পরিবারের সদস্যরা।