আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক :-
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর জানুয়ারি থেকে জুন পর্বের তারকা জরিপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পাঠক পত্রিকার কুপন ও অনলাইনে প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে প্রিয় তারকা ও তাঁর প্রিয় কাজকে ভোট দিয়েছেন। সাতটি বিভাগের প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সেরা আট নির্ধারণ করা হয়েছে। প্রতিবারের মতো এবারও নাটক, চলচ্চিত্র, ওয়েব কনটেন্ট ও গানের শিল্পীদের ওপর এই ভোট কার্যক্রম চলেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কাজের ওপর এই ভোট নেওয়া হয়েছে।
সেরা অভিনেতা (টিভি নাটক, সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ)
অপূর্ব–গোলাম মামুন l
ইয়াশ রোহান–ইতিবৃত্ত l
জোভান–ভিতরে বাহিরে l
জিয়াউল হক পলাশ–দুঃখিত l
তৌসিফ মাহবুব–লাভ রেইন l
মুশফিক ফারহান–মাস্তান l
মোশাররফ করিম–মাথা গরম জামাই।
শাশ্বত দত্ত–বুক পকেটের গল্প