আজ শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার
মৌলভীবাজারের পৌরশহরে আগামী ৯ জানুয়ারী ৩টি মাহফিলের কারণে রঘুনন্দন পুর এলাকার মাহফিল বাতিল করলো কমিটি।
আগামী ৯ জানুয়ারী ২০২৫ রঘুনন্দনপুর এলাকার মুর্দেগানের ইসালে সাওয়াব উপলক্ষে ইসলামী মহা-সম্মেলন বাতিল করে ১৮ জানুয়ারী ২০২৫ ইসলামী মহা-সম্মেলন অনুষ্টিত হবে।
রঘুনন্দনপুর এলাকাবাসী পক্ষে শেখ আউয়াল হোসেন (রনি) জানান, আমরা মৌলভীবাজার পৌরশহরের ৩নং ওয়ার্ডের রঘুনন্দনপুর এলাকার মুর্দেগানের ইছালে সাওয়াব উপলক্ষে ৫ম বার্ষিক ইসলামী মহা-সম্মেলন আগামী ৯ জানুয়ারী ২০২৫ আয়োজনে সার্বিক সহযোগীতা চেয়ে গত ১৯/১২/২০২৪ ইং তারিখে জেলা প্রশাসক বরাবরে দরখাস্ত দাখিল করি। কিন্তু আগামী ৯ জানুয়ারী ২০২৫ রোজ:বৃহস্পতিবার মৌলভীবাজার পৌরশহরের গোবিন্দ শ্রী সংলগ্ন ৮ নং ওয়ার্ডের ধরকাপন এলাকায় একতা যুব সংস্থার আয়োজনে ২৮ তম তাফসিরুল কোরআন মাহফিল ২০২৫ অনুষ্টিত হবে এবং আগামী ৯ জানুয়ারী ২০২৫ রোজ বৃহস্পতিবার পৌরশহরের কুসুমবাগ সংলগ্ন ৯নং ওয়ার্ডের দ্বারক এলাকার যুব সমাজের উদ্দ্যোগে ১২ তম ওয়াজ মাহফিল অনুষ্টিত হবে। অর্থাৎ ৯ তারিখে ৩ টি ইসলামী প্রোগ্রাম হবে আর এক মাহফিল থেকে আরেক মাহফিলের দুরত্ব অনুমান আধা কিলোমিটার করে,
ঐদিন আমরা সবাই একই তারিখে মাহফিলের আয়োজন করলে শহরে প্রচুর শব্দ দূষন হবে এতে করে শহরের শ্রীমঙ্গল রোডের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মৌলভীবাজার, মডেল থানা মৌলভীবাজার ,ফায়ার সার্ভিস মৌলভীবাজার, টি এন টি অফিস মৌলভীবাজার, কয়েকটি প্রাইভেট ক্লিনিক,কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার এবং অনেক ডাক্তারগনের চেম্বারে রোগীদের ভিড় তাই সব মিলিয়ে শহরের মানুষ এবং বাহির থেকে শহরে আগত মানুষ এই শব্দ দূশনের কারণে বিরক্তির কারন হবে এবং সেবাদাতাগন সেবা দান কাজে বিগ্ন ঘটবে বলে আমরা রঘুনন্দনপুর এলাকাবাসী মনে করি।
তাই সবদিক বিবেচনা করে মানবিক দৃষ্টিকোন থেকে আমরা আমাদের ৯ জানুয়ারীর মাহফিল বাতিল করে ১৮ জানুয়ারী নির্ধারণ করি এবং পূনরায় ইসলামী মহা-সম্মেলন আয়োজনে সার্বিক সহযোগীতা চেয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদন করি এবং ৯ জানুয়ারী তারিখের ছাপানো লিফলেট, পোষ্টার ও ব্যানার বাদ দিয়ে ১৮ জানুয়ারীর নতুন লিফলেট, পোষ্টার ও ব্যানার তৈরী করে প্রচার প্রচারনা করছি।