আজ বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:০১ অপরাহ্ন

Logo
News Headline :
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ববি ছাত্রদলের দোয়া মোনাজাত সেনাবাহিনীর পক্ষ থেকে পিরোজপুরে মুচি সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরন জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ, দুই ওসি প্রত্যাহার নির্দিষ্ট সময়ের আগেই মাদ্রাসা ছুটি, সুপার বললেন ঠান্ডা লাগে বরিশালে চোলাই মদ ও গাঁজাসহ স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৫ অবসর নিলেন ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসের মালিক গাপটিল বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে ববি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন পত্নীতলায় তারুণ্যের উৎসব কর্মশালা অনুষ্ঠিত
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপিল শুনানি আগামীকাল

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপিল শুনানি আগামীকাল

নিজস্ব প্রতিবেদক :–

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন আপিল বিভাগ। 

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের শুনানি শেষে আজ মঙ্গলবার এ আদেশ দেন প্রধান বিচারপতি  সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। 

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার কায়সার কামাল। তার সঙ্গে আছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ ও দুদকের পক্ষে আছেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়। আমরা শুনানি করেছি, আগামীকাল আবার শুনানি অনুষ্ঠিত হবে। আশা করি তিনি ন্যায় বিচার পাবেন।

গত ১১ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেন আপিল বিভাগ। একইসঙ্গে খালেদা জিয়াকে দেওয়া ১০ বছরের সাজা স্থগিত করেন আদালত। এছাড়া, খালেদা জিয়াকে আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একইসঙ্গে এ মামলার অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

অরফানেজ ট্রাস্টের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান।

এই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ছয় আসামির প্রত্যেককে দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

বাকি চার আসামি হলেন- সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক এমপি ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। এর মধ্যে তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান দেশের বাইরে অবস্থান করছেন।

এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া, কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। পরে ২০১৮ সালের ৩০ অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের  হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ-টু আপিল করেন খালেদা জিয়া।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com