আজ বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ ৬ইজানুয়ারি ২০২৫ বিকাল ৩ ঘটিকা রাজেন্দ্র কলেজ মাঠে ।এতে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতারা।
ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ ও ‘প্রোক্লামেশন অফ জুলাই’ রেগুলেশনে জন-আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির সাফল্য অর্জনের লক্ষ্যে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, হাসিবুল ইসলাম হাসিব, আরিফ সোহেল, আশরেফাসহ অন্যরা।
সমাবেশে আয়োজিত আন্দোলনকারী ছাত্র -ছাএীরা, খুনি হাসানের বিচার চাই বিচার চাই, দালালি না রাজপথ রাজপথ “এস্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজেন্দ্র কলেজ মাঠ। জাতীয় পতাকা বিভিন্ন ছাত্র-ছাত্রীদের মাথায় ব্যানারে ব্যানারে সজ্জিত।
স্বাগত বক্তব্য দেন সোহেল রানা।
ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন, তাহসিন হাসান দ্বীন, মাহমুদুল হাসান ওয়ালিদ, সানজিদা রহমান সমতা, জেবা তাহসিন, শাহ মো: আরাফাত প্রমুখ।
বক্তারা বলেন, ‘জুলাই আন্দোলনের সময় ফরিদপুরে বিভিন্ন স্থানে ফ্যাসিবাদী গোষ্ঠীর সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালিয়েছে তা তুলে ধরেন ।বক্তারা উল্লেখ করেন এসব সশস্ত্র হামলার সাথে জড়িত অপরাধীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তারা আইনের ধরাছোয়ার বাহিরে রয়েছে । এখনো বৈষম্য বিরোধী আন্দোলনে নির্যাতনকারীরা আমাদের হুমকি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে।
‘আন্দোলনে আহত অনেকে পারিবারিক কারণে থানায় মামলা করতে পারেনি। প্রশাসনের কাছে অনুরোধ, হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।’