আজ বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

Logo
সিলেট থেকে প্রতারনার অভিযোগে কুলাউড়ার ফাহিম আহমদ গ্রেফতার

সিলেট থেকে প্রতারনার অভিযোগে কুলাউড়ার ফাহিম আহমদ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার 

সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোয় রাষ্ট্রদূত পদে দায়িত্বরত সিলেটের মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ফাহিম আহমদ (২৩) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) সিলেট মহানগরের রায়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানাপুলিশ।

ফাহিম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দেওগাঁওয়ের রফিক মিয়ার ছেলে। তিনি সিলেট মহানগরীর রায়নগরের ৫২ নম্বর বাসায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ফাহিম আহমেদ নিজেকে মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ও বিভিন্ন নামিদামি স্কুলে ভর্তিসহ নানা বিষয়ে বিভিন্নজনের তদবিরের চেষ্টা করেছেন।

বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তার সাবেক সহকর্মী সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী। এ সময় প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন মুশফিকুল ফজল আনসারী।

পরে ফাহিমের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী। মামলার পর ফাহিমকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা শুরু করলে শুক্রবার গভীররাতে তাকে রায়নগর থেকে গ্রেপ্তার করা হয়।

সাইফুল ইসলাম আরও জানান, প্রতারক ফাহিম আহমেদ আওয়ামী সরকারের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসারের আত্মীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণা করেছেন। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com