আজ মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
এইচ এম বাবলু বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বীর উত্তম শামসুল আলম তালুকদার প্রেসক্লাব মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার ভূমি প্রতিক কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ কামাল হোসেন, আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ নুর নবী , ওসি তদন্ত মোঃ আতিকুর রহমান, পরিসংখ্যান অফিসার মোঃ সবুজ, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব অলিউর রহমান, বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানের নবনির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান । শপথ গ্রহণ শেষে নবগঠিত কমিটির সদস্যরা প্রেসক্লাবের উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার ব্যক্ত করেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাউফল প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময় গণতন্ত্র, উন্নয়ন ও সত্যের পক্ষে কাজ করে যাচ্ছেন। আমি আশা করি, নতুন কমিটি সেই ধারা অব্যাহত রাখবে এবং বাউফলবাসীর স্বার্থে নিরপেক্ষ সাংবাদিকতা করবে।