আজ মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

Logo
News Headline :
আজ জীবন জীবনের জন্য ফাউন্ডেশন, মুন্সিগঞ্জ এর উদ্যোগে  ছাত্র-ছাত্রীদের মাঝে  শিক্ষা সামগ্রী বিতরন করা এবং দোয়ার আয়োজন করা হয়। তামিমের অপরাজিত ৮৬, বরিশালের সহজ জয় পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বরগুনায় স্বামী সিগারেট ছাড়তে না পারায় , স্ত্রীর আত্মহত্যা ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা নয় : মান্না বদলগাছীতে গভীর নলকূপের অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগ। ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত  ফরিদপুরে মধুখালী  ডুমাইন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আহত ঘটনায় গ্রেফতার-১পুলিশরসুপার   কম্বল বিতরণ করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী লুকমান তরফদার মৌলভীবাজার প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত 
বরিশালকে হারিয়ে টানা তৃতীয় জয় রংপুরের

বরিশালকে হারিয়ে টানা তৃতীয় জয় রংপুরের

খেলা ডেস্ক :-

রংপুর রাইডার্সের শক্তিশালী বোলিং লাইনআপের সামনে দাঁড়াতেই পারেনি ফরচুন বরিশালের ব্যাটাররা। এমনকি ১২৪ রানের অল্প পুঁজি নিয়ে লড়াইটাও করতে পারেননি বরিশালের বোলাররাও। 

সাইফ হাসানের অপরাজিত ফিফটিতে সহজ জয় পেয়েছে রংপুর। এতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল রাইডার্সরা।

বৃহস্পতিবার মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান করে বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন তামিম ইকবাল। জবাবে খেলতে নেমে ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।

যদিও ১২৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রংপুরের। অভিষিক্ত ওপেনার আজিজুল হাকিম তামিম ফিরেন শূন্য রানে। তিনে নেমে শূন্য করেছেন তৌফিক খান তুষারও। তাতে ১৫ রানে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে রংপুর।

তবে এরপর অ্যালেক্স হেলস ও সাইফ হাসান মিলে দুর্দান্ত এক জুটি গড়েন। তাদের অবিচ্ছিন্ন ১১৩ রানের জুটিতে সহজ জয় পায় রংপুর। সাইফ ৪৬ বলে অপরাজিত ৬২ রান করেছেন। আর হেলসের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৪৯ রান।

এর আগে গত ম্যাচের মতো আজও ব্যর্থ বরিশালের ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১০ বলে ৯ রানের বেশি করতে পারেননি তিনি। তার বিদায়ে ভাঙে ২৫ রানের উদ্বোধনী জুটি।

শান্ত দ্রুত ফেরার পর তিনে নেমে দলের বিপদ আরো বাড়িয়েছেন তাওহিদ হৃদয়। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা এই ব্যাটার আজও আউট হয়েছে বাজে এক শটে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৬ বলে ৪ রান।

এক প্রান্তে উইকেট হারালেও আরেক প্রান্তে শুরু থেকে আগ্রাসী ছিলেন তামিম। তবে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। নাহিদ রানার দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ১৮ বলে ২৮ রান করেছেন অধিনায়ক।

তামিম ফেরার পর আর কেউই দলের হাল ধরতে পারেননি। মিডল অর্ডারে কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সবাই যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। শেষদিকে মোহাম্মদ নবি এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও রান আউটে কাটা পড়েন তিনি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com