আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন

Logo
News Headline :
ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার মৌলভীবাজারে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল খুবির ভর্তি পরীক্ষায় সুপেয় পানির জন্য “ মুগ্ধ পানি কর্ণার” ২৬ বিশ্বকাপে খেলার ব্যাপারে যা বললেন মেসি গরমে প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবতে পূর্ণিমাকে দেখে আফসোস নেটিজেনদের! আমাকে ফোন দিয়ে মানুষ জিজ্ঞেস করে ‘কাজের বুয়া আছে কি না’: শিমুল
 জয় দিয়ে বিপিএল শুরু খুলনার

 জয় দিয়ে বিপিএল শুরু খুলনার

খেলা ডেস্ক :-

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে খুলনা টাইগার্স। 

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলায় শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ২০৩ রানের বড় পুঁজি গড়ে খুলনা টাইগার্স। জবাবে ১৬৬ রানে থেমেছে চিটাগাং কিংস। ফলে ৩৭ রানের জয়ে টুর্নামেন্টে শুভসূচনা পেয়েছে মেহেদী হাসান মিরাজের খুলনা।

অপরদিকে, ৩৮ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি শামীম পাটোয়ারী। 

জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই নাঈম ইসলামকে হারায় চিটাগং কিংস। ৯ বলে ১২ রান করে বিদায় নেন তিনি। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও টিকতে পারেননি বেশিক্ষণ। ৮ বলে ১৩ রান করে তিনি শিকার হন আবু হায়দার রনির। ব্যাট হাতে ব্যর্থ হন মিথুনও। তার ব্যাট থেকে আসে ৫ রান। তিনে নামা ওসমান খান করেন ১৮ রান।  

বাকিদের এই আসা যাওয়ার মধ্যে একাই টিকে থাকেন  শামীম পাটোয়ারী। অপরপ্রান্তে চলছিল উইকেটের মিছিল। একে একে বিদায় নেন টম ও’কনেল (০), মোহাম্মদ ওয়াসিম (৮), শরিফুল ইসলাম (১)। লড়তে থাকা শামীম পাটোয়ারী ২৩ বলে ফিফটি ছুঁয়ে ৭৮ রান করে বিদায় নেন ১৯তম ওভারে। তার ৩৮ বলের ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ৫ ছক্কায়।  

এর আগে টস হেরে ব্যাট করতে নামা খুলনা টাইগার্স ওপেনার নাঈম শেখকে (২৬) শিকার করেন আলিস আল ইসলাম। তিনে নেমে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ভালো কিছু করতে পারেননি। ১৮ বলে ১৮ রান করে খালেদ আহমেদের বলে ফিরতে হয় তাকে। পরে ইব্রাহীম জাদরানকেও তুলে নেন খালেদ।

তবে একপ্রান্ত আগলে রেখে ঠিকই ফিফটি তুলে নেন অস্ট্রেলিয়ান ব্যাটার উইলিয়াম বোসিস্কো। কিন্তু সঙ্গীর অভাবে খেলতে পারছিলেন না হাতখুলে। তাকে সেই সুযোগটি এনে দেন মাহিদুল ইসলাম অঙ্কন। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়েন তারা।

যদিও সেই জুটিতে বেশি ভয়ানক দেখা গেছে অঙ্কনকেই। মাত্র ১৮ বলে ফিফটি স্পর্শ করেন এই উইকেটরক্ষক ব্যাটার। শেষ পর্যন্ত ২২ বলে ১ চার ও ৬ ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে ৫০ বলে ৮ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৭৫ রান আসে বোসিস্তোর ব্যাট থেকে।

চিটাগাংয়ের হয়ে দু’টি করে উইকেট খালেদ ও আলিস।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com