আজ রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার আব্দুস সালাম মোল্লা
ফরিদপুরে চরভদ্রাসন উপজেলায় আইনশৃঙ্খলা ও সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ঘটিকায় উপজেলা মিনি অডিটোরিয়াম হল রুমে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিম।
দেখা গেছে, সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রথমে আইনশৃঙ্খলা মিটিং পরে সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নিশাত ফারাবি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা মানবিক ডাক্তার হাফিজুর রহমান, উপজেলা কর্মকর্তা কৃষিবান্ধব মামুনুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার। এতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর প্রধান গন।
আইন-শৃঙ্খলা মিটিং এ বাংলাদেশ প্রেসক্লাব চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতিও সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা উল্লেখ করেন, চর হাজিগঞ্জ বাজারে আবু সাঈদ আইডিতে বিভিন্ন স্বনাম ধন্য ব্যক্তিদের বিরুদ্ধে ফেসবুক আইডিতে বাজে মন্তব্য পোস্ট করে এতে আইন-শৃঙ্খলা অবনতি ঘটানোর অপচেষ্টা ব্যাপারে চরভদ্রাসন অফিসার্স ইনচার্জ আব্দুল গফফারের দৃষ্টি আকর্ষণ করে।
বক্তব্য রাখেন চরভদ্রাসনপাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশন এর সুপারভাইজার কামাল হোসেন, চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদু, চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বেপারী, গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান, সহ সকল বক্তারা মাদক নির্মূলে সকলের সহযোগিতা ওমাদক নির্মূলে জনসচেতনার উপর সবার প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলেন অফিসার ইনচার্জ আব্দুল গাফফার। তিনি আইন-শৃঙ্খলা উন্নয়নে পুলিশের ভূমিকা নিয়ে আলোকপাত করেন এবংতিনি জনবল সংকটে কথা উল্লেখ করেন।
আইন শৃঙ্খলা মিটিং শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলার মাসিক সমন্বয়ে মিটিং অনুষ্ঠিত