আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ বিনোদন ডেস্ক:-
চিত্রনায়িকা পরীমণির জীবনে সমালোচনা যেন পিছু ছাড়ে না। তবে ওসবে উনি একেবারেই পাত্তা দেন না। থাকেন নিজের মতো। কখনও ছুটে যান সুন্দর বনের গহীনে আবার কখনও সমুদ্রপানে জলরাশির সঙ্গে মিতালী করতে; অঝোর বৃষ্টিকে সঙ্গী করে। সম্প্রতি পরীমণিকে দেখা গেছে কক্সবাজারে জমিয়ে উচ্ছ্বাস করতে। সেখানে গিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।পরীমণি কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছেন তা তার সামাজিক মাধ্যমে উকিঁ দিলেই বোঝা যায়। তিনি অনু নামের এক কিশোরীর সঙ্গে ছোটবেলার মতো দাঁপিয়ে বেড়াচ্ছেন।
দুদিন আগে বেশকিছু ছবি পোস্ট করে পরী লেখেন ‘বসনে বর্ষার রং’। সেই বর্ষা বসনের একটি ভিডিও আপলোড করেছেন আজ রোববার (৮ সেপ্টেম্বর)। এক মিনিটের এই ভিডিওটি ভক্তরা বেশ পছন্দ করেছেন।ভিডিওটিতে দেখা যাচ্ছে, পানিতে পা ডুবিয়ে বসে আছেন লাস্যময়ী এই অভিনেত্রী। পরনে নেভি ব্লু শাড়ি, সাদা ব্লাউজ, নখে সি গ্রীন রঙের নেইল পলিশ। কানেও ওই রঙেরই ঝুমকা। মুষলধারার বৃষ্টিতে ভিজছেন তিনি। এলো চুলে চোখ বন্ধ করে বৃষ্টিকে পুরোটাই অনুভব করতে দেখা গেছে এই নায়িকাকে।