আজ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন

Logo
News Headline :
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের লাঠিটিলা বন পরিদর্শন    বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন (বিটিইএসএ) ৬০তম বার্ষিক সাধারণ সভা ও হীরক জয়ন্তী অনুষ্ঠিত  শিক্ষার্থী পিটিয়েছে সমন্বয়ক, উত্তাপ ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ে ব্যাটিং ব্যর্থতায় ঢাকার হার, জয়ে শুরু রংপুরের মাহমুদউল্লাহকে ‘ম্যাজিক ম্যান’ বললেন ফাহিম অসুস্থ ছেলেকে ম্যাচ সেরার পুরস্কার উৎসর্গ করলেন রিয়াদ রিয়াদ-ফাহিমের ঝড়ো ফিফটিতে বরিশালের জয় আলোচনায় ঘোষণাপত্র শিক্ষক লাঞ্ছনা, প্রক্টর সন্তোষ বসুর ঔদ্ধত্য এবং রাজনীতি নিষিদ্ধকরণ: ২০২৪ এর পবিপ্রবি জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার : প্রেস সচিব
পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:

“বদিউজ্জামান শেখ রুবেল এর অঙ্গিকার; মাদক ও সন্ত্রাস মুক্ত পৌর এলাকা হবে জনতার ” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) মধ্যরাস্তা যুব সংঘের উদ্যোগে বিকেলে পিরোজপুর বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় ফাইনালের নির্ধারিত সময়ে পিরোজপুর উদয়কাঠী যুব সংঘকে বাগেরহাট শরণখোলা ক্রীড়া চক্র ২-১  গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা মহিলা দলের উপদেষ্টা জাকিয়া আসলাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলকে ট্রফি এবং পুরস্কার তুলে দেন যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এ টুর্নামেন্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে আছেন বিশিষ্ট সমাজসেবক আসলাম শেখ এবং সার্বিক ব্যবস্থাপনায় পিরোজপুর ওয়ানডার্স ক্লাব। এছাড়াও এ টুর্নামেন্টের আয়োজন করে মেসার্স জাকিয়া কনস্ট্রাকশন ও মেসার্স নুশাইবা বিল্ডার্স।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com