আজ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার
সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিত্তশালীদের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র বিশিষ্ট শিল্পপতি মো. মহসীন মিয়া মধু। শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।
চলতি সপ্তাহেদেশের সর্বনিস্ন তাপমাত্রা বিরাজ করছে শ্রীমঙ্গলে। তীব্র শীত ও কনকনে ঠাণ্ডা বাতাসে দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিনাতিপাত করছে উল্লেখ করে এ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহসীন মিয়া মধু বলেন, ‘অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তারা দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতিতে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। মানুষের কষ্ট লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। বিএনপি সব সময় এ দেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আনতে শ্রীমঙ্গল শহরে ‘বিনা লাভের বাজার’ স্থাপন করা হয়েছে। এর থেকে সকল শ্রেনী পেশার মানুষ এর সুযোগ সুবিধা পাচ্ছে।
তিনি বলেন শীত মওসুমে সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব-সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীতবস্ত্র বিতরণ অসহায় মানুষের প্রতি করুণা নয়, নৈতিক দায়িত্ব এবং তারেক রহমানের পক্ষ থেকে উপহার। তাই হৃদয়ে মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
অনুষ্ঠানে জানানো হয়, শীতে যাতে মানুষের কষ্ট না হয়, সেজন্য বিএনপির পক্ষ থেকে সারাদেশে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
শুক্রবার বিকেলে মির্জাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত শীতের কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ- সভাপতি কাজী আব্দুল গফুর,শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, বিএনপি নেতা মীর এম এ সালাম,নজরুল ইসলাম,আলকাছ মিয়া,স্থানীয় বিএনপি নেতা আব্দুল আওয়াল, আব্দুল্লাহ আল মামুন,ফারুক আহমেদ, চেরাগ উদ্দিন প্রমূখ ।
এর আগে সকাল ১১ টায় উপজেলার ভুনবীর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহসীন মিয়া মধু ২৫০০ অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। গত দুই সপ্তাহ ধরে
জেলা বিএনপি নেতা মহসীন মিয়া মধু শ্রীমঙ্গল পৌরসভার নয়টি ওয়ার্ড ও শ্রীমঙ্গল সদর ইউনিয়ন, আশিদ্রোণ ইউনিয়নের সকল ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে ২৪ হাজার শীতের কম্বল বিতরণ করেন।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু বলেন, কোন মানুষ যেন শীতে কষ্ট ভোগ করতে না হয় এবং শীতবস্ত্র বঞ্চিত না হয় সে লক্ষ্যে উপজেলার ভেতরে দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। শ্রীমঙ্গল উপজেলা শেষ হওয়ার পর পরবর্তীতে কমলগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকায় শীতার্ত মানুষের ঘরে শীতবস্ত্র পৌঁছে দেয়া হবে।