আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :–
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে রংপুরের মিঠাপুকুর কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশের মালিক বনে গিয়েছিল। আর দেশের মানুষকে ভাড়াটিয়া মনে করেছিল, যার কারণে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা ও হেফাজতে ইসলামের ওপর নারকীয় হত্যাকাণ্ডের পর জামায়াতের ওপর হাত দিয়েছিল।
তিনি বলেন, আ.লীগ মানুষকে সম্মান দিতে শিখেনি। খালেদা জিয়ার মতো একজন প্রবীণ মানুষকেও তারা জেলে রেখেছিল। শহিদ আবু সাঈদকে গুলি করা হয়েছে। তার প্রত্যেক ফোঁটা রক্ত কথা বলছে। যুবকরা রাস্তায় নেমেছে, বলেছে ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, তাদের পথ ধরে রাস্তায় নেমেছিল লাখ লাখ যুবক-যুবতী।
জামায়াতে ইসলামীর আমির বলেন, বিচারের আসনে বসে তারা রাজনীতি চর্চা করেছে। সাঈদী সাহেবকে (দেলাওয়ার হোসাইন সাঈদী) উদ্দেশ্য করেও কালা মানিক (বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক) হুংকার দিয়েছিলেন। শেষমেষ নিজে ভারত পালাতে গিয়ে ধরা পড়লেন। আমাদের কোনো দিদিবাড়ি নাই, মামাবাড়ি নাই। পালানোর প্রয়োজন নাই।
তিনি বলেন, ১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের ৫ গুণ। আমরা এমন এক দেশ চাই যে দেশে কোনো ভেদাভেদ থাকবে না। দুর্নীতি-টেন্ডারবাজি থাকবে না। এই সমাজের প্রত্যেকটি মানুষ প্রত্যেককে সম্মান করবে।
তিনি আরো বলেন, আমরা আমাদের মজলুম নেতাকর্মী এবং দেশবাসীকে আহ্বান করে বলেছিলাম, দুঃখ-কষ্ট বুকে চাপা রেখে সংখ্যালঘুদের পাশে দাঁড়ান। দেশকে রক্ষা করুন। ইনশাআল্লাহ, দেশবাসী দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। ইনশাল্লাহ, এই দেশ সামনে এগিয়ে যাবে আর কেউ রশি দিয়ে পেছনে আটকে রাখতে পারবে না।
মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুল্লাহ হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক প্রমুখ।
এর আগে, জামায়াতের আমির পীরগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত পথসভা এবং গাইবান্ধায় জেলা জামায়াত আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।