আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর পৌরসভাধীন হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সদস্য সচিব ছারোয়ার হোসেন হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলমগীর হোসেন শেখ, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পুখরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত কবির খান, বাইনখালী মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, ডি.আর.এস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট, নাজিরপুর উপজেলা পূর্ব অঞ্চলের সভাপতি জনাব মো. ইউনুস, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি কামাল হোসেনসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আরিফুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ে শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।