আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

Logo
শিশু কিশোরদের সুশিক্ষা ও নারীদের জীবিকার বিকল্প বৃদ্ধির লক্ষ‍্য আলোচনা সভা

শিশু কিশোরদের সুশিক্ষা ও নারীদের জীবিকার বিকল্প বৃদ্ধির লক্ষ‍্য আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু, কিশোর-কিশোরীদের শেখার সুযোগ এবং মহিলাদের জন্য জীবিকার বিকল্প বৃদ্ধির লক্ষ্যে আলোয় আলো প্রজেক্ট-২ এর বাস্তবায়নে চা বাগান কর্তৃপক্ষের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) শ্রীমঙ্গলের পাঁচ তারকা মানের হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ্ এর পান শালা কনফারেন্স হলে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) এর আলোয় আলো প্রকল্পের উদ্যোগে এবং চাইল্ডফান্ড কোরিয়া ও এ্যাডুকো বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফিনলে চা কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমেদ চৌধুরী।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রীমঙ্গলস্থ কার্যালয়ের উপ মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ চা সংসদ সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান ও ফিনলে চা কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।

সভায় বক্তারা শিশু ও কিশোর কিশোরীদের সুশিক্ষা নিশ্চিত, পুষ্টিকর খাবার, সুপেয় পানির ব্যবস্থা,পরিচ্ছন্ন জীবনযাপন, কর্মক্ষেত্রে নারীদের শোভন কর্ম পরিবেশ সৃষ্টি, স্যানিটেশন ব্যবস্থাসহ শিশু, কিশোর কিশোরী ও নারীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য দেন।

এ সময় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপক, সাংবাদিক এবং আলোয় আলো প্রকল্প মৌলভীবাজার জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com