আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

Logo
সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির বৈঠক

সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক :

দেশের রাজনৈতিক-অর্থনৈতিক বর্তমান অবস্থা পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিক জোট ও দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি।

শনিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ‘১২ দলীয় জোট’, ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ এবং লেবার পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।

এদিন বিকাল ৪টায় ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকের পর সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, জনগণের নানা সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে আমরা ১২ দলীয় জোটের সঙ্গে মতবিনিময় করেছি। আজ জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গেও আমরা বসবো।

ফ্যাসিবাদী আন্দোলনে থাকা রাজনৈতিক জোট ও দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর কোনো সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমকে পরে জানানো হবে, বলে নজরুল ইসলাম খান।

১২ দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, আজকের বৈঠকে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে আগামী দিনে আমাদের কর্মসূচি কী হওয়া উচিত, তা নিয়ে নিজেদের মধ্যে কথা-বার্তা বলেছি। কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অন্য বৈঠকে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃত্ব দেন জোটের সমন্বয়ক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদ এবং বাংলাদেশ লেবার পার্টির নেতৃত্বে ছিলেন দলটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com