আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরে ৯টি ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে দুই হাজার শীতবস্ত্র হিসেবে (কম্বল) বিতরণ করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল পৌরসভার ৯ নং ওয়ার্ডে কালিবাড়িতে এবং বিকালে ৫টায় পৌরসভার ৮ নং ওয়ার্ডের উকিলবাড়ি সড়কে আতাউর রহমান লাল হাজী বাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এর আগে গত (১৬ ডিসেম্বর) সোমবার থেকে শ্রীমঙ্গল পৌরসভার এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়।
কম্বল বিতরণ কালে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করছি। কোন মানুষ যেন শীতে কষ্ট ভোগ করতে না হয় সে লক্ষ্যে পৌরসভার ভেতরে দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি। পৌরসভা এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শেষ হওয়াতে পরবর্তীতে উপজেলার প্রত্যন্ত এলাকায় শীতার্ত মানুষের ঘরে শীতবস্ত্র পৌঁছে দেয়া হবে। আমাদের শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ আতাউর রাহমান লাল (হাজী সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর আব্দুল জব্বার এর সঞ্চালনায়।
বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আতিকুর রহমান জরিপ, এম এ কাইয়ুম, মোবারক হোসেন, যুবদল নেতা, মোরাদ হোসেন সুমন, টিটু দাস, মোশারফ হোসেন রাজসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ