আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :–
চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাকে কেন্দ্র করে জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের সমর্থক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সমর্থকের মধ্যে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে আনন্দ শোভাযাত্রা আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সমর্থকরা। এসময় শোভাযাত্রাটিতে বাধা দেয় জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের কর্মী-সমর্থকরা। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানায়, বিকেলে বিএনপির একটি পক্ষ শোভাযাত্রার আয়োজন করলে অন্য একটি পক্ষ তাতে বাধা দেন। এরপর তাদের মাঝে ধাওয়া পাল্টা দাওয়া হয়। তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।