আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:১২ অপরাহ্ন

Logo
 পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ নেতাকর্মীর ৩৫ বাড়িতে আগুন

 পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ নেতাকর্মীর ৩৫ বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক :

পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী বিরোধ ও খাস জমি দখলকে কেন্দ্র করে বিএনপির স্বেচ্ছাসেবকদল নেতা তরিকুল ইসলাম শেখ (২৬) নামে এক কর্মীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে এ ঘটনার জের ধরে স্বেচ্ছাসেবকদল নেতা তরিকুলের স্বজন ও দলীয় লোকজন হামলাকারী আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীদের অন্তত ৩৫টি ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছেন।

খবর পেয়ে সন্ধ্যায় থানার ওসিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। কিন্তু বিএনপির সশস্ত্র লোকজনের বাধার মুখে নিরাপত্তাজনিত কারণে আগুন না নিভিয়ে ওসিসহ ফায়ার সার্ভিসকর্মীরা ফিরে আসেন। পরে পাবনা র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সহায়তায় ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণসহ পরিস্থিতি শান্ত করেন।

গত বুধবার দুপুর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত পাবনা ঈশ্বরদীর বহুল আলোচিত ৬ খুনের এলাকা (সিক্স মার্ডার) লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর ও সাহাপুরের চরগড়গড়ি আলহাজ মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতাকর্মীর হাতে জখম হওয়া তরিকুল ইসলাম শেখ ওই এলাকার রিকাত আলী শেখের ছেলে।

আওয়ামী লীগের যাদের বাড়িতে আগুন ধরিয়ে ভস্মীভূত করা হয়েছে তারা হলেন, লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের নসিরের ঘাট এলাকার মৃত নুর আলী প্রামানিকের চার ছেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা আসাদুল ইসলাম মেম্বার, আকুব্বার প্রাং, মোমিন প্রামানিক, আলামিন প্রামানিক, মৃত আলিমুদ্দি মীরের ছেলে শফি ঘোষ, মৃত লাল চাঁদের ছেলে চাঁদ আলী, জহুরুলের ছেলে আশিক, মৃত মুজাম সরদারের দুই ছেলে আজিম সরদার ও নাজিম সরদার। তারা সবাই আওয়ামীলীগের সক্রিয় নেতাকর্মী ছিলেন।

ঈশ্বরদী পৌর শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকা লক্ষ্মীকুন্ডার চরমাদিরার চর, ডিগ্রীর চর ও তালবাড়ি চরের কয়েক হাজার একর সরকারী খাস জমির দখল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দীর্ঘদিনের দাঙ্গা চলে আসছে। গতকাল সন্ধ্যায় ঘটনার ব্যাপারে মুঠোফোনে জানতে পেরে সরেজমিনে গিয়ে জানা গেছে, গত বুধবার দুপুরে বিএনপির স্বেচ্ছাসেবকদল নেতা তরিকুল ইসলাম তালবাড়ির চরে যান। এই সময় আওয়ামী লীগের পক্ষের লোকজন তার পায়ে কুপিয়ে মারাত্মক জখম করে। আহত অবস্থায় তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার উপর হামলাকারীদের নাম প্রকাশ করে আহত তরিকুল ইসলাম। এরপরই তরিকুলের স্বজনরা ও দলীয় লোকজন ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের ওই নেতাকর্মীদের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেন।

আহত তরিকুল ইসলাম শেখের বরাত দিয়ে স্থানীয় বিএনপি নেতা সাইদুল ইসলাম প্রামানিক বলেন, চরে জমি দেখতে গেলে আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম মেম্বারের হুকুমে তার পক্ষের লোকজন আসাদুল মেম্বার, আলামিন প্রাং, আকুব্বার, শফি, আশিক, নাজিমসহ অন্যান্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তরিকুলের পায়ের রগ ও হাঁটু কেটে ফেলে। বর্তমানে তরিকুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

তিনি অভিযোগ করে আরও বলেন, আওয়ামী লীগের এই গ্রুপটি আওয়ামী লীগের সময়ে এলাকা থেকে অনেক মানুষকে তাড়িয়েছে। বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। বাড়িতে আগুন ধরিয়ে ভস্মীভূত করেছিল। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এই গ্রুপের কিছু লোকজন আত্মগোপনে থেকে মাঝেমধ্যেই গোপনে বিএনপির লোকজনের উপর হামলা চালিয়ে মারপিট করছে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করছে।

এদিকে আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম ও ওমর ফারুখ বিএনপি নেতা সাইদুলসহ অন্যান্যদের অভিযোগ অস্বীকার করে বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা নিজ বাড়িতে গৃহবন্দি হয়ে পড়েছি। নিজেদের নামীয় ও সরকার থেকে লিজ নেয়া চরের জমি ছেড়ে এসেছি। এই জমি এখন বিএনপি নেতা সাইদুল ইসলাম প্রামানিক ও কুষ্টিয়ার হরিশপুরের জৈনক মুকুল গ্রুপ দখল করে নিয়েছে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে মুকুল গ্রুপই স্বেচ্ছাসেবক দলের তরিকুল ইসলামকে কুপিয়ে জখম করেছে। আর সেই দায় আমাদের উপর দিয়ে আমাদের অন্তত ৩৫ বাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলেছে। এখন শীতের দিনে আমরা পরিবার পরিজনদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি।

ঈশ্বরদী থানার ওসি মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, ঘটনার খবর পেয়ে লক্ষ্মীকুন্ডার দুর্গম ওই এলাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে যাওয়া হয়। কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে ফিরে আসা হয়েছে।

তিনি বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনা ও র‌্যাব সদস্যরা এলাকায় টহলে রয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে তবে এ ব্যাপারে থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com