আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বসতবাড়িতে সবজি বাগান স্থাপনের জন্য কৃষক-কৃষানীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের সামনে ২০২৪-২৫ অর্থ বছরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় ৩৮ জন কৃষক-কৃষানীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. ওবায়দুল হক, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. মোখলেছুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আকবর সেলিম, উপসহকারী কৃষি কর্মকর্তা রতন কুমার দেবনাথ ও মো. ফয়সল মিয়া উপস্থিত ছিলেন।
কৃষি উপকরণের মধ্যে ছিল জৈব সার, বীজ, সবজি ও ফলের চারাসহ নেট।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, উক্ত প্রদর্শনী স্থাপনের মাধ্যমে বসতবাড়ির অনাবাদি জমি চাষের আওতায় আসবে। বসতবাড়িতে সবজি বাগান স্থাপন করে পারিবারিক সবজির চাহিদা পূরন করতে পারবে। সারা বছর সবজি আবাদের ফলে পারিবারিক পুষ্টির চাহিদা ও পূরন হবে।