আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :–
ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি কেটে যাবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এখন পরিস্থিতি মোটামুটি নরমাল হয়ে গেছে। যেহেতু ৩১, ১ ও ২ বিশ্ব ইজতেমার যে ডেট আছে জুবায়েরপন্থীদের ওইটা ওই ডেটেই হবে। জুবায়ের পন্থীদের বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখেই হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শুধু নির্বাচন নয়, যে কোন কিছুর জন্য পুলিশ প্রস্তুত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আর বলেন, ‘২ লাখ ২ হাজার পুলিশ আছে। যারা অপারেশনাল পুলিশ প্রায় ১২ হাজারের মত সিভিল ও অন্যান্য। পুলিশ এখন পুরোপুরি ফাংশনাল। র্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য সশস্ত্র বাহিনী দিয়ে যে কোন পরিস্থিতি মোকাবিলায় কোন অসুবিধা হবে না।’
উপদেষ্টা বলেন, ‘আমাদের পজিশন হলো- যারা অপরাধ করেছে তারা অপরাধী। অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে। তাদের ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা তাদের কঠোর হস্তে দমন করবো। এবং তাদের আইনের আওতায় অবশ্যই আসতে হবে।’
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর রাফিসহ, র্যাব, ফায়ার সার্ভিস, কৃষি অধিদপ্তর ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।