আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

Logo
News Headline :
চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’
ডিফেন্স এক্স সোলজার ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে ফরিদপুর বিভাগীয় সম্মেলন

ডিফেন্স এক্স সোলজার ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে ফরিদপুর বিভাগীয় সম্মেলন

স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা। 

ফরিদপুরে ডিফেন্স এক্স সোলজার ওয়েলফেয়ার এসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট এর আয়োজনে ১৯ ডিসেম্বর-২৪ তারিখে ফরিদপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মুন্সি আব্দুর রউফ পৌর অডিটোরিয়ামে ফরিদপুর বিভাগীয় সম্মেলন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন, মোঃ আফাজুল হক (অব)এ্যাডঃ চেয়ারম্যান ডেসওয়া কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিনিঃওয়াঃঅফিসার মোঃ আব্দুল মতিন (অব) সিনিয়র ভাইস চেয়ারম্যান ডেসওয়া কেন্দ্রীয় কমিটি, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোস্তাফিজুর রহমান (অব) (বিমান বাহিনী) ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি, সার্জেন্ট খান আতাউর রহমান (অব) সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, ওয়ারেন্ট অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক (অব) সভাপতি ফরিদপুর জেলা শাখা ডেস ওয়া ট্রাস্ট ফরিদপুর, উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার এস এম বখতিয়ার উদ্দিন (অব) গর্ভনর ফরিদপুর বিভাগ ডেস ওয়া ট্রাস্ট,আর ডেস ওয়া ট্রাস্টের সঞ্চালনায় ছিলেন ম, আহমেদ নিজাম সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদপুর, রাজবাড়ী জেলার সভাপতি এলসিপিএল মোঃ ইয়াছিন খান। অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে

ট্রাস্ট সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ক্রেস্ট প্রদান করেন ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সভাপতি এস এম বারি ওয়ারেন্ট অফিসার ও বিপ্লবী সাধারন সম্পাদক খন্দকার জালাল উদ্দিন সভাপতি ফরিদপুর বিভাগ ও বৃহত্তর ফরিদপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ঝিন্টু। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার ব্যুরো চীফ নাজমুল হুদা বাশার, নিউজ ৬৯টিভির ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল করিম, বাংলাদেশ সমাচার এর বিশেষ প্রতিনিধি অমিত সরকার, দৈনিক সংলাপ এর ফরিদপুর প্রতিনিধি শেখ শাহীন। এসময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জনসাধারণের মাঝে তুলে ধরেন। আরো বলেন দেশের জনগণের স্বার্থে প্রাকৃতিক দুর্যোগ মহামারী মোকাবেলায় সংগঠনের সকল সদস্যদের নিয়ে দেশের সর্বসাধারণের জন্য কাজ করবেন বলে জানান। এছাড়াও এলাকার হতদরিদ্র পরিবারের সাধারণ সন্তানদেরকে লেখাপড়ার দায়িত্ব নিবেন বলে জানান। সশস্ত্র বাহিনীর সদস্যরা সম্মিলিত হয়ে প্রতিটি জেলা সদরে সশস্ত্র বাহিনীর হেল্প ডেক্স এর ব্যবস্থা করবেন বলেও আশ্বস্ত করেন। অনুষ্ঠানটি চলাকালীন সময়ে দেশত্ববোধক গান ও সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক গান গেয়ে জনসাধারণকে উৎসাহিত করেন। ডিফেন্স এক্স সোলজার ওয়েলফেয়ার এসোসিয়েশন ট্রাস্টের ফরিদপুর বিভাগীয় অনুষ্ঠানের বক্তৃতা কালে বলেন আমাদের এই সংগঠনটি সম্পন্ন শরীয়াহ এবং রাষ্ট্রবিরোধী আইনের পরিপন্থী এমন সকল কর্ম কাণ্ড থেকে এড়িয়ে চলবে।

দেশের কল্যাণমূলক কাজে সেবা প্রদান করে জাতিকে একটি সুশৃংখল ভাবে পরিচালিত করা হবে। কেন্দ্রীয় কমিটির নেতা কর্মীদের কাছে অবসর প্রাপ্তদের ভাতা ৫০০শত টাকা থেকে উন্নতী করন করে ১৫০০শত টাকা ভাতা দেয়ার সুপারিশ করবেন বলে জানান। এসময় বিভিন্ন কারন বসত অনেকে অবসরে এসে তারা সরকারি কোন সুবিধা পান না বলে অভিযোগ করেন। অনুষ্ঠানে আসা আকমল এর স্ত্রী মর্জিনা বলেন আমার স্বামী ১৯৮৬ সালে চাকরিতে যোগদান করেন, কর্মকালীন সময়ে ১৯৯১ সালে গ্রেনেট ফাইয়ারে মারা যান।সে সময় অনেক ঘোরাঘুরি করার পরে আমাকে এককালীন ৭৫০০০ হাজার টাকা দেন, আমি আর কোন সুযোগ সুবিধা পাইনি। আমি বর্তমানে অনেক অসহায় ভাবে মানবেতর জীবন যাপন করছি আমার থাকার একটি ঘর নেই,তাই আপনাদের কাছে দাবি করছি আমাকে একটি থাকার ঘর দিলে আমি অন্তত শেষ বয়সে একটু স্বামীর চাকরির সুবাদের উপহার স্বরূপ একটি ঘরে থেকে মরতে পারলে একটু শান্তি পাব। এমন মর্জিনার মতো অনেকেই তাদের দুঃখের কথা তুলে ধরেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের কাছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com