আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

Logo
নতুন বছরেই বিয়ের পিঁড়িতে কৃতি!

নতুন বছরেই বিয়ের পিঁড়িতে কৃতি!

বিনোদন ডেস্ক:-

২০২৫-এ বলিউডের কোন কোন তারকা বিয়ের পিঁড়িতে বসছেন, এ নিয়ে চলছে চর্চা। তবে এর মধ্যে অভিনেত্রী কৃতি শ্যানন অন্যতম। বহুদিন ধরেই তাকে নিয়ে নানা আলোচনা। ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল তাকে। 

ভাইরাল হওয়া ছবিতে, কৃতিকে একটি গাঢ় গোলাপি রঙের শাড়িতে কবীরের পরিবার ও বন্ধুদের সঙ্গে দেখা গিয়েছে। যে পোস্টে তাদের সম্পর্ক নিয়েও চলেছে নানা আলোচনা। অনেকেরই মতে, ২০২৫ সালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।

ভিডিওতে দেখা গেছে কৃতিকে অতিথিদের সঙ্গে সময় কাটাতে। একটি ছবিতে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন অভিনেত্রী। এই বিয়ের অনুষ্ঠানে এমএস ধোনিও উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, বহু বছর ধরে কৃতি তার প্রেম জীবনকে গোপন রেখেছিলেন। তাদের নেটদুনিয়ায় মাঝেমধ্যেই দেখা গেলেও, তারা কখনওই বিয়ের গুজব নিয়ে কথা বলেননি। এই জুটিকে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল ধোনির পরিবারের সঙ্গে বড়দিন ও নববর্ষ উদযাপন করতে। তাই অনেকের মনেই প্রশ্ন ধোনির পরিবারেই বউ হতে চলেছেন কৃতি?

ভক্তরা প্রায়ই তাদের লন্ডনে একসঙ্গে সময় কাটাতে ও নানা মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত পালন করতেও দেখেছেন। সম্প্রতি, গ্রিসে কৃতির জন্মদিন পালন করতে দেখা গেছে কবীরকে। পরে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী তার জন্মদিনে কবীরের সঙ্গে একটি সেলফিও শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে লেখা ছিল ‘শুভ জন্মদিন। তোমার নিষ্পাপ হাসি চিরকাল বজায় থাকুক।’

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com