আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ অপরাহ্ন
বেনাপোল প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় যশোরের শার্শায় জামায়াতে ইসলামীর আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর)বিকালে এ উপলক্ষে র্যালী বাগআঁচড়া দারুল আমান ট্রাস্ট থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে। পরে বাগআঁচড়া দারুল আমান ট্রাস্ট্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাও.ফারুক হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাও.মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য ও যশোর জেলার নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।
তিনি বলেন ১৯৭১ সালে বহু আত্মত্যাগের মাধ্যমে আমাদের এই দেশ স্বাধীনতা অর্জন করেছিল। কিছু অসৎ রাজনীতিবিদদের কারণে আজকে সেই স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষ ভোগ করতে পারেনি।কিন্তু ২০২৪ সালের জুলাই আগস্ট এর গণ বিপ্লবের মাধ্যমে সেই স্বাধীনতার সুফল ভোগ করতে শুরু করেছে বাংলাদেশের মানুষ। তিনি ১৯৭১ সালে যারা শহীদ হয়েছেন মহান রব্বুল আলামীনের কাছে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রেজাউল করিম।
এ সময় শার্শা উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ, ফিরোজ আল মাহমুদ ,মাও. নূর মোহাম্মদ জিহাদী ,মাও. শফিউদ্দিন, মাও. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
নাসির উদ্দীন
বেনাপোল প্রতিনিধি
০১৯২২৪৪৯৪৩৪