আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন
পিরোজপুর প্রতিদিন:
নানা আয়োজনে পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে পিরোজপুরের পুরাতন খেয়াঘাট শহীদ স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। শহরের সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে স্মৃতি স্তম্ভে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান পিরোজপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. শহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব ওয়াহিদুজ্জামান গাজী লাভলু, যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ। এসময় বাংলাদেশ সেনাবাহিনী, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ, সরকারি মহিলা কলেজ, স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য অফিস, পিরোজপুর প্রেসক্লাব, জাতীয় সংবাদিক সংস্থা পিরোজপুর জেলা কমিটি, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, গণপূর্ত বিভাগ, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান।
অন্যদিকে, সকাল ৯ টায় জেলা সার্কিট হাউজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় মেলা-২০২৪ এর উদ্বোধন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এ ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।