আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস ২০২৪ পালিত হয়েছে।
এ উপলক্ষে বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর ISIGOP প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) সকাল ১০ টায় পুরাতন ডিসি অফিস চত্বরে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- নারীনেত্রী খালেদা আক্তার হেনা, সাংবাদিক খালিদ আবু, এরিয়া সমন্বয়কারি মো. ফারুক রহমান, প্রকল্প সমন্বয়কারি মইনুল আহসান মুন্না ও উদ্দীপন স্বাস্থ্য কর্মসূচির পিরোজপুর জোনের কর্মকর্তা মেহেদী আলম, শুভজিত মন্ডল, আসলাম মল্লিক, শাহ আলম হাওলাদার, জেসমিন আরা প্রমুখ।
বক্তারা স্বাস্থ্য সুরক্ষায় প্রবীণদের অধিকার আদায়ে প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার কাছে লেখা খোলা চিঠির আলোকে বক্তব্য রাখেন। এছাড়াও প্রবীণদের স্বাস্থ্যসেবা গ্রহণে উল্লেখযোগ্য সমস্যা তুলে ধরেন এবং এগুলো সমাধানের দাবি জানান ।