আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :—
প্রশাসনিক দায়িত্বে অবহেলার কারণে কক্সবাজারের ৪ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে পুলিশ লাইনে ন্যস্ত করা হয়েছে।
রোববার (০৮ সেপ্টেম্বর) নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের প্রত্যহার করা হয়।
প্রত্যাহার হওয়া ওসিদের মধ্যে কক্সবাজার সদর থানার ওসি মো: রকিবুজ্জামান, টেকনাফ থানার ওসি ওসমান গনি, ঈদগাঁও থানার ওসি শুভ রন্জন চাকমা ও রামু থানার ওসি আবু তাহের দেওয়ান।
উল্লেখ্য, কক্সবাজার জেলায় পুলিশ সুপার হিসাবে মুহাম্মদ রহমত উল্লাহ আজ যোগদান করার পরপরই ৪ থানার ওসিদের প্রত্যাহার করা হল।