আজ রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন

Logo
News Headline :
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন: শামীম সভাপতি ও তানভীর সম্পাদক আগামী নির্বাচনে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে: চরমোনাই পীর নারী ইউপি সদস্যকে ধর্ষণের পর হত্যা, আটক ১ বরিশাল মহানগর বিএনপির সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত  সাড়ে তিনহাজার শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রেরণা মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত।।  চোরাকারবারী কে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস‍্য ভোলায় ধর্ষন মামলার আসামী গ্রেফতার পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  শ্রীমঙ্গলে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন 
খুবিতে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের জিনিয়াস স্কলাশিপ প্রোগ্রাম কর্মসূচি অনুষ্ঠিত

খুবিতে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের জিনিয়াস স্কলাশিপ প্রোগ্রাম কর্মসূচি অনুষ্ঠিত

খুবি প্রতিনিধি:

রবিবার সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটোরিয়ামে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের জিনিয়াস স্কলাশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।খুলনা অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট অনেকগুলো কর্মসূচি গ্রহণ করে থাকে এগুলোর মধ্যে অন্যতম হলো অনুন্নত নারীদের আর্থিকভাবে সহায়তা, কারিগরশিক্ষা ও যুব উন্নয়ন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এগিয়ে নেওয়া চেষ্টা ।এসব কর্মসূচির মধ্যে জিনিয়াস স্কলারশিপ অন্যতম।

২০১০ সাল থেকে সিজেডএম স্নাতক পর্যায়ে অনুন্নত ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা শুরু করে। ষাট জন শিক্ষার্থী নিয়ে এই বৃত্তি কর্মসূচি শুরু হলেও বর্তমানে ১৫৫০০জন শিক্ষার্থীরা এই বৃত্তির অন্তর্ভুক্ত।

জিনিয়াস বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী হাসান ফেরদৌস বলেন, “অর্থনৈতিক দিক দিয়ে আমার পরিবার অনুন্নত। বিশ্ববিদ্যালয়ে চান্স পাবার পর আমাকে দুশ্চিন্তা আবৃত করে ফেলে। কীভাবে আমি আমার পড়াশোনা চালিয়ে যাবো? এটা নিয়ে আমার এখন কোনো চিন্তা নেই কারণ সিজেডএম থেকে আমি স্কলারশিপ বৃত্তি প্রাপ্ত ”।

 ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন,“সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট থেকে যে বৃত্তি আপনাদের দেওয়া হয় তা অনুগ্রহ নয় বরং এটা একটা দায়িত্ব।আজ আপনারা সিজেডএম থেকে বৃত্তি নিচ্ছেন আগামীতে অন্যরা যেন এখান থেকে বৃত্তি পেয়ে উপকৃত হয় সে বিষয়ে আপনাদেরকেও ভূমিকা রাখতে হবে”।

জিনিয়াস স্কলাশিপ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রোফেসর ড.মো: হারুন রশিদ খান এবং বিশেষ অতিথি ছিলেন প্রোফেসর ড.মো: ইমদাদুল হক এছাড়া উপস্থিত ছিলেন ড.শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদসহ অনেক ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com