আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন
আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি):
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে ধীপুর বন্ধু মহল যুব কল্যাণ সংগঠন এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শুক্রবার ৬ ডিসেম্বর উপজেলার ধীপুর ইউনিয়নের ধীপুর বাজার সংলগ্ন এ কর্মসূচির আয়োজন করা হয়।সার্বিক সহযোগিতায় ছিলেন টঙ্গীবাড়ি ব্লাড ফাউন্ডেশন
সকাল ০৯ টা হতে দুপুর ৪ টা পর্যন্ত চলে এই কার্যক্রম। এতে ৩০০+ জন ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, এবং মেডিকেল সেবা নেন ৪০০+ সাধারন মানুষ। মেডিকেল ডাক্তার যারা ছিলেন, ডা: ফারজানা করিম নায়লা,এমবিবিএস,পিজিটি,মেডিসিন,চর্ম, গাইনি ও শিশু রোগে অভিজ্ঞ প্রধান,ডা:রফিকুল ইসলাম রফিক,এমবিবিএস,সিসিডি,ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ, ডা:রফিকুল ইসলাম মেডিকেলে অসিসার স্বাস্থ্য কমপ্লেক্স টংগিবাড়ী,মেডিসিন বিশেষজ্ঞ, ডেন্টিস্ট রাজন চন্দ্র দে, ডিপ্লোমা ইন ডেন্টাল, অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন,ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তার হোসেন মোল্লা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম,
বিশিষ্ট ব্যবসায়ী শেখ জামাল ,মনির শেখ সাধারণ সম্পাদক ধীপুর ইউনিয়ন বিএনপি, দ্বীন ইসলাম শেখ, মোঃ রনি বেপারী,
মোঃজুবায়ের শেখ সভাপতি ধীপুর বন্ধু মহল যুব কল্যাণ সংগঠন।
মুন্সীগঞ্জ ১৫টি সংগঠন অংশ গ্রহন করে এই ফ্রী মেডিকেল ক্যাম্পে।উল্লেখযোগ্য:সেবার ফেরিওয়ালা,আদর্শ রক্তদান সংস্থা,বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন,যুব রেডক্রিসেন্ট মুন্সীগঞ্জ ,বিডি ক্লিন মুন্সীগঞ্জ,বিক্রমপুর রক্তদান সংস্থা,জীবন জীবনের জন্য ফাউন্ডেশন,লোহজং স্টু্ডেন্ট ব্লাড ব্যাংক,রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর,বিক্রমপুর রক্তযোদ্ধা,মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র,টংগিবাড়ী স্বেচ্ছায় রক্তদান সংস্থা,সূর্য তরুন সংঘ,মটুকপুর পল্লী উন্নয়ন সংঘ,পরিশেষে ধন্যবাদ যানান টংগিবাড়ী ব্লাড ফাউন্ডেশের প্রতিষ্ঠাতা শাহিন শেখ,ধীপুর বন্ধু মহল যুব কল্যান সংগঠন এর সকল সদস্যদের,যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এত সুন্দর একটা ইভেন্ট শেষ করায়।