আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন
আক্কাছ আলী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরের উপজেলা পরিষদসংলগ্ন খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় রমজান মুন্সী (৪২) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে শ্রীনগর থানা-পুলিশ।
এলাকাবাসী বরাতে পুলিশ জানায়, গত তিনদিন ধরে নিখোঁজ ছিল শ্রীনগর উপজেলার গাদিগাট গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সী। বুধবার দুপুরে স্থানীয়রা খালের মধ্যে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দুপুর দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করে।
নিহত রমজান মুন্সী গাদিঘাট গ্রামের সিরাজুল ইসলামের পুত্র। পরিবারের দাবি, জায়গা-জমি নিয়ে ঝামেলার জের ধরে রমজানকে হত্যা করা হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউম উদ্দিন চৌধুরী জানান, সংবাদ পাওয়া মাত্রই মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।