আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন

Logo
মাহির ঝগড়া করার কেউ নেই!

মাহির ঝগড়া করার কেউ নেই!

বিনোদন ডেস্ক:-

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন।

তার জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্তদের মাঝে। কোথাও ঘুরতে যাওয়া হোক বা আচার-অনুষ্ঠান। নিজের ব্যক্তিগত জীবনে নানা মুহূর্তও উঠে আসে অভিনেত্রীর টাইমলাইনে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এমন কথা বলেছেন যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। ভক্ত-অনুরাগীরা ভাবছেন অভিনেত্রী বেশ হতাশার মাঝে রয়েছেন। 

মধ্যরাতে দেওয়া স্ট্যাটাসে মাহিয়া মাহি লিখেছেন, ‘ঝগড়া করারও কেউ নেই।’ সেই পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, আমারও ঝগড়া করতে ইচ্ছে করছে। আরেকজনের ভাষ্য, ‘কোন চিন্তা করবে না, যার কেউ নেয় তার জন্য আমি আছি।’

প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com