আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন

Logo
আকাশ ছুঁলো আলুর দাম, কেজিপ্রতি ৪০০

আকাশ ছুঁলো আলুর দাম, কেজিপ্রতি ৪০০

ডেস্ক নিউজ :-

দোড়গোড়ায় কড়া নাড়ছে শীত।আর শীতের আগমন মানেই নতুন নতুন সবজি।আর নতুন সবজির বাজার মানেই ক্রেতার সমাগম।কিন্তু নতুন সিবজির এ আনন্দ এবার রূপ নিল আতঙ্কে।আকাশ ছুলো আলুর দাম।

রবিবার (১৭ নভেম্বর) সকালে বগুড়ার রাজাবাজার, ফতহে আলী বাজার ও অন্যান্য বাজার ঘুরে দেখা যায়,  বাজারে প্রচুর নতুন পণ্য উঠেছে। তবে দাম ঊর্ধ্বমুখী। নতুন আলু (পাগড়ি জাত) প্রতি কেজি ৩৬০-৪০০ টাকা, পাতা পেঁয়াজ ৯০-১০০ টাকা, শিম ১০০ টাকা, ফুলকপি পিস ৬০-৭০ টাকা, টমেটো কেজি ২৪০ টাকা, পটোল ৪০ টাকা, বেগুন ৬০ টাকা ও কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিকি হচ্ছে।

তবে নতুন আলুর চাহিদা এতটাই বেশি যে, বাজারে তুলনামূলক ছোট এবং মাঝারি আকারের আলুই বেশি দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, নবান্ন উপলক্ষে ক্রেতারা যেভাবে নতুন আলুর দিকে ঝুঁকছেন, তাতে সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি। তাই দামও বেশি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com