আজ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

Logo
News Headline :
মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার মৌলভীবাজারে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল খুবির ভর্তি পরীক্ষায় সুপেয় পানির জন্য “ মুগ্ধ পানি কর্ণার” ২৬ বিশ্বকাপে খেলার ব্যাপারে যা বললেন মেসি গরমে প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবতে পূর্ণিমাকে দেখে আফসোস নেটিজেনদের!
বিয়ে করলেন উপস্থাপিকা সারা

বিয়ে করলেন উপস্থাপিকা সারা

বিনোদন ডেস্ক:-

প্রথম আলোর ‘ক্যাফে লাইভ’ অনুষ্ঠানটি উপস্থাপনা করে বেশ পরিচিতি পান সারা ফ্যায়রুজ যাইমা। এরপর তাকে নানা ধরণের শো উপস্থাপনা করতে দেখা গেছে। বর্তমানে তিনি আরটিভির ‘জুম বক্স’ নামে একটি জনপ্রিয় পডকাস্ট হোস্ট করছেন।

গত বুধবারেও তিনি এই পডকাস্টের একাধিক এপিসোডের শুটিং করেছেন। তার অতিথি হিসেবে সামনের সেই পর্বগুলোতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার ও তানহা তাসনিয়াকে।

আর আজই পাওয়া গেলো সারা’র বিয়ের খবর। অনেকেই জানেন, শোবিজে সারার প্রিয় দুই বান্ধবী মডেল-উপস্থাপক পিয়া জান্নাতুল আর অভিনেত্রী শবনম ফারিয়া। সেই পিয়াই তার প্রিয় বন্ধুর বিয়ের ছবি ফেসবুকে একটু আগে পোস্ট করেছেন।

পিয়া নব দম্পতির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কি দারুণ ছবিটি! আমি তোমার জন্য খুব খুশি সারা। গরম গরম বিয়ের ছবি।’

পরে পিয়া জান্নাতুলকে ফোন করা হলে তার দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়। মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি ব্যাংককে রয়েছি। তাই ফোন নম্বর বন্ধ পাচ্ছেন।’

অবকাশযাপনে গিয়েও সারা’র বিয়ের খবর পেয়েই সেটি ভক্তদের জানাতে তর সয়নি পিয়ার। বোঝাই যাচ্ছে তাদের বন্ধুত্ব কতোটা গভীর।

পিয়া জানান, সারার বরের নাম কুশল। তিনি একইসঙ্গে চাকুরী এবং ব্যবসা করেন। কুশলের সঙ্গে পিয়াকে বেশ আগেই সারা পরিচয় করিয়ে দিয়েছিলেন।

সারার বিয়ের ছবিতে দেখা যাচ্ছে, বর-বউয়ের খুবই সাদামাটা সাজ পোশাক। সারা সেজেছেন সাদা জামদানিতে। মাথায় একটি মেরুণ নেটের সোনালি কাজ করা ওড়না। আর হালকা কিছু গোল্ডের গয়না। আর তার স্বামীর পরণে সাদা সুতি পাজামা-পাঞ্জাবি।

বিয়ের ছবি দেখে মনে হচ্ছে তারা কোন মসজিদে ছোট্ট পরিসরে আকদ অনুষ্ঠান সম্পন্ন করেছেন। তবে বিয়ের আয়োজন কিংবা ছবি যতোই সাদামাটা হোক না কেন, ছবিটিতে তাদের অন্তরে প্রেমের বহিঃপ্রকাশ ঠিকই রয়েছে দারুণভাবে। দুজনকে বেশ মানিয়েছে এটা বলতেই হবে।

বিয়েটা মসজিদে হয়েছে কি না জানতে চাইলে পিয়া জান্নাতুল বলেন, ‘এখনই সবটা বলতে চাই না। বিয়ের ব্যাপারে সারাই সবকিছু বলুক সেটি চাই। আমি শুধু বলতে চাই, আজ একেবারেই দুই পরিবারের অল্পকিছু মানুষ নিয়ে আকদ সম্পন্ন হয়েছে সারার। সামনে ভালো দিনক্ষণ দেখে তারা বড় করে বিয়ের অনুষ্ঠান করবে। তাই আজ বন্ধুর বিয়ে মিস করলেও অনুষ্ঠানের দিন খুব আনন্দ করবো আশা করি।’

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com