আজ রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন

Logo
তজুমদ্দিনে মেঘনা নদী ভাঙ্গন রোধে ৭১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

তজুমদ্দিনে মেঘনা নদী ভাঙ্গন রোধে ৭১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধিঃ

ভোলার তজুমদ্দিন উপজেলায় উপকূলীয় বাঁধ পূর্ণবাসন ও নিষ্কাশন ব্যাবস্থার উন্নয়ন প্রকল্পের ১ম পর্যায়ের টি.এল.সি ১নং প্যাকেজ এর উদ্বোধন।

শনিবার (১৬ নভেম্বর) সকালে সোনাপুর ইউনিয়নে দোয়া-মোনাজাতের মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, তজুমদ্দিন উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু।

উদ্বোধনী অনুষ্ঠানে, ভোলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা তানভীর হাসান রাসেল, উপজেলা বিএনপি নেতা শাহাদাত হোসেন পাটোয়ারী, আনোয়ার হোসেন পাটোয়ারী, ডাঃ ফিরোজ সিকদার, চাঁদপুর ইউনিয়ন (উত্তর) বিএনপির সভাপতি রবিউল ইসলাম, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনসার উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় ওমর আসাদ রিন্টু বলেন, তজুমদ্দিনের প্রধান সমস্যা নদী ভাঙন রোধে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নির্দেশনায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে নদী ভাঙ্গন হ্রাস হবে বলে তিনি আশাবাদী।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আসফাউদৌলা জানিয়েছেন, তজুমদ্দিন ও লালমোহন উপজেলার উপকুলীয় বাঁধ পূর্নবাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পে (১ম পর্যায়) ৭১ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের আওতায় ৫ লক্ষ ৫৪ হাজার জিও ব্যাগ ডাম্পিং করা হবে নদীর তীর সংরক্ষনের জন্য। এছাড়াও নদীর তীরে জিও ব্যাগ স্পেসিং করা হবে বাঁধ সংরক্ষণের জন্য। ২ কিলোমিটার বেড়ী বাঁধ নির্মাণ, প্রতি ১০০ কিলোমিটা পর পর সোলার লাইট স্থাপন, বাঁধের উপর কার্পেটিং রাস্তা র্নিমান করা হবে এই প্রকল্পের আওতায়। উক্ত প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম রাব্বানী কনস্ট্রাকশন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com