আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:-
ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী পারসা ইভানা। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে দর্শকমহলে দারুণ খ্যাতি অর্জন করেছেন করেছেন তিনি। সেখানে ইভা চরিত্রে অভিনয় করেছেন।
এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পারসা ইভানা একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে নতুন রূপে ভক্ত-অনুরাগীদের মাঝে হাজির হয়েছেন।
ভিডিওতে দেখা যায়- ওয়েস্টার্ন পোশাক বেগুনি রঙের কোট, কানে লম্বা দুল, আঙুলে আঙটিতে আকর্ষণীয় লুকে ধরা দিয়েছে। এদিকে ম্যাচিং করে বাম হাতে পরেছে ঘড়ি, পায়ে হাই হিল।
অভিনেত্রীর মিষ্টি হাসি যেন ভক্ত-অনুরাগীদের মনে দাগ কেটেছে। তার এ ভিডিওর কমেন্ট বক্সে পারসার রূপের প্রশংসা করে আওয়াল হুসাইন খান লিখেছেন, ‘আপনার চোখ দুটো দেখতে অনেক সুন্দর।’
তাসরিফ পাখি নামে আরেকজন ভক্ত লিখেছেন, ‘আপনার প্রত্যেকটা ছবি ও ভিডিও দেখি, সব ছবি ও ভিডিও অনেক সুন্দর হয়। আপনার জন্য শুভ কামনা সব সময়।’ তানিয়া আক্তারের ভাষ্য, ‘সুন্দর হাসি আর কোট পরা পোশাকে দেখতে ভালো লাগছে।’
প্রসঙ্গত, পারসা ইভানা তার অভিনয় প্রতিভা ও চমৎকার অভিব্যক্তির মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। মূলত টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়।
পাশাপাশি মডেলিংও করেছেন, বিভিন্ন বিজ্ঞাপন ও ফটোশুটে অংশ নিয়ে তিনি বেশ পরিচিতি পেয়েছেন। অভিনয়ের জন্য তিনি সুনাম অর্জন করেছেন এবং তার কিছু কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।