আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুল মতিনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১০ নভেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। ‘মমতাজ মহল’ নামে ওই বাড়িটি তার স্ত্রীর নামে বলে জানিয়েছেন মতিন।
আব্দুল মতিন বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চর খাগকাটা গ্রামের বাসিন্দা। তিনি ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, ঢাকার কেরানীগঞ্জের ইস্পাহানী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াজ হত্যা মামলায় মতিনকে গ্রেফতার করা হয়েছে।
ওসি বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন। আরও অন্য কোনো পলাতক আসামি সেখানে রয়েছে কি না, সেটি জানার জন্য আমরা তাকে আটক করে বাড়ি তল্লাশি করেছি।