আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
খেলা ডেস্ক :—
ইউরোতে ব্যর্থ হওয়া দুই ইউরোপিয়ান পরাশক্তি ফ্রান্স ও ইতালি গতকাল মুখোমুখি হয়েছিল নেশনস লিগের ম্যাচে। তবে ঘরের মাঠে খেলা হওয়ায় এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ফেবারিট ধরা হচ্ছিল ফ্রান্সকেই। মাত্র ১৩ সেকেন্ডের মধ্যে গোল করে ইতালিকে কড়া বার্তা দিয়েই শুরুটা করেছিলেন কিলিয়ান এমবাপ্পে–আঁতোয়ান গ্রিজমানরা। কিন্তু এরপরই যেন ভোজবাজির বদলে যায় সব কিছু। পিছিয়ে পড়া ইতালি ঘুরে দাঁড়ায় দারুণভাবে এবং ম্যাচ জিতে নেয় ৩–১ গোলে।
প্যারিসে এক মিনিট পেরোনোর আগেই ব্রাডলি বারকোলার গোলে পিছিয়ে পড়ে ইতালি। ৬ মিনিটের মাথায় ডেভিড ফ্রাত্তেসির হেড পোস্টে না লাগলে সমতায় ফিরতে পারত তাঁরা। তবে শুরুর সুযোগ হাতছাড়া হলেও ৩০ মিনিটে ঠিকই ম্যাচে ফেরে ইতালি। দারুণ এক গোলে আজ্জুরিদের সমতায় ফেরান ফেদেরিকো ডিমারকো।